• রাস্তা দখলের অভিযোগ, রাম জন্মভূমি অযোধ্যায় হকারদের ‘তালিবানি’ শাস্তি
    প্রতিদিন | ১৪ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হেঁটমুন্ড ঊর্ধ্বপদ’। না সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের কথা হয়তো জানেন না অযোধ্যা পুরসভার কর্তৃপক্ষ। কিন্তু হাতে-কলমে তার প্রয়োগ করতে ছাড়েননি নিরীহ হকারদের উপর। আর সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। সোমবার সেই ‘তালিবানি শাস্তি’র ভিডিও পোস্ট করে বিজেপির ‘জঘন্য’ ও ‘স্বৈরাচারী মানসিকতা’ নিয়ে তোপ দেগেছে কংগ্রেস। যদিও ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর পক্ষ থেকে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

    ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, ঘটনাটি গত শুক্রবারের। ঘটেছে অযোধ্যায়। পুরসভার এক কর্তা দেখেন, কয়েকজন হকার বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন। দখল-বিরোধী অভিযানের সময় এক ডজনেরও বেশি হকারকে আটক করে জরিমানা করা হয়েছে। এতেই বিষয়টি শেষ হতে পারত। কিন্তু তা না করে নিরীহ হকারদের উপর চরম দমনপীড়ন শুরু করে পুরসভার কর্তৃপক্ষ। তারা হকারদের ওঠবস করতে এবং দেওয়ালের সঙ্গে দু’হাতে ভর দিয়ে মাথা নিচের দিকে করে পা তুলে দাঁড়াতে বাধ্য করে। তাঁদের লাঠি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন কোনও ব্যক্তি এবং ভিডিওটি পরে ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই রাজ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    সোশাল মিডিয়ায় সেই শাস্তির ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় যোগী-রাজ্যে। কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে অযোধ্যা পুর কর্তৃপক্ষের ‘তালিবানি মনোভাব’-এর সমালোচনা করেছে। এই ধরনের কঠোর শাস্তির বিষয়ে বিজেপিকে আক্রমণ করে কংগ্রেস বলেছে, ‘পবিত্র অযোধ্যায় ছোট দোকানদার এবং হকারদের সঙ্গে এই ধরনের অমানবিক ও নিষ্ঠুর আচরণ বিজেপি সরকারের জঘন্য ও স্বৈরাচারী মানসিকতার প্রমাণ।’ ঘটনাটিকে লজ্জাজনক বলে অভিহিত করে কংগ্রেস আরও বলেছে, ‘এটা এমন একটি জায়গা, যেখানে ধনীদের জন্য লাল গালিচা বিছানো হয় এবং দরিদ্রদের কণ্ঠস্বর ও আত্মসম্মান পদদলিত করা হয়।’ শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনা নিয়ে বিজেপি বা উত্তরপ্রদেশ সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)