নির্যাতিতা দিল্লির একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্রী। তিনি পুলিশে অভিযোগ জানিয়েছে, ক্যাম্পাসের মধ্যেই চার যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে। ছিঁড়ে দেয় তাঁর জামা। গোপনাঙ্গে স্পর্শ করেছে তারা। দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ ময়দান গাঢ়হি থানায় একটি পিসিআর কল আসে। তারপরই পুলিশের একটি দল পাঠানো হয় ওই বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিক অভিযোগ পাওয়ার পর শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়। পরে নির্যাতিতার সঙ্গে কথা বলার পর গণধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা পুলিশকে দেওয়া বয়ানে বলেছেন, “ওরা চারজন আমার পোশাক ছিঁড়ে ফেলে। বাজেভাবে স্পর্শ করে ও গণধর্ষণের চেষ্টা করে।”
পুলিশ তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। দেখা হচ্ছে ঘটনাস্থলের ফুটেজও। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও কোনও বিবৃতি জারি করেনি। তবে পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তে সবরকম সাহায্য করেছে।
দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে বারবার ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ ওঠায় শিক্ষামহলে উদ্বেগ বাড়ছে। তার উপর দেশের রাজধানীর একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এই কাণ্ড নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে একটি চুক্তির অংশ হিসাবে এই বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হয়েছে। সেখানে এই কাণ্ড স্বাভাবিকভাবেই পড়ুয়া নিরাপত্তার দিক থেকে বড় প্রশ্ন বলে মনে করছে ওয়াকিবহল মহল।