• বিকশিত ভারতের পথে বড় পদক্ষেপ, বিশাখাপত্তনমে গুগলের এআই হাবে উচ্ছ্বসিত মোদি
    প্রতিদিন | ১৪ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানি গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে অন্ধপ্রদেশের বিশাখাপত্তনম শহরে ডেটা সেন্টার এবং এআই হাব তৈরি করছে গুগল। এর জন্য আগামী পাঁচ বছরে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে টেক জায়েন্ট সংস্থা। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই সুসংবাদ দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের গতিময় শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাবের উদ্বোধনে আনন্দিত। বিকশিত ভারতের পথে বড় পদক্ষেপ।”

    মঙ্গলবার মোদি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “অন্ধ্রপ্রদেশের গতিময় শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাবের উদ্বোধনে আনন্দিত। এই বহুমুখী বিনিয়োগ, যার মধ্যে রয়েছে গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টারের পরিকাঠামো আসলে বিকশিত ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রযুক্তির গণতন্ত্রীকরণে একটি শক্তিশালী শক্তি হবে। এটি সকলের জন্য AI প্রযুক্তি নিশ্চিত করবে, আমাদের নাগরিকদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করবে, আমাদের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করবে এবং প্রযুক্তি বিশ্বে ভারতের নেতৃত্বের স্থানকে নিশ্চিত করবে!”

    জানা গিয়েছে, বিশাখাপত্তনমে গুগলের হাইপারস্কেল ডেটা সেন্টার তৈরি হবে। এটিই ভারতে ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রে সর্বোচ্চ অঙ্কের বিদেশি বিনিয়োগ (দেড় হাজার কোটি ডলার)। এক গিগাওয়াটের ডেটা সেন্টার ক্লাস্টার তৈরির পরিকল্পনা রয়েছে টেক জায়েন্ট সংস্থাটির। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্ত ক্ষেত্রে টেক জায়েন্ট সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা চরমে পৌঁছেছে। সবচেয়ে বড় চাহিদা এআই পরিষেবা নিয়ে। এই অবস্থায় ভারতে এআই হাব তৈরি করে অন্য সংস্থাগুলিকে টেক্কা দিতে চাইছে গুগল।

    দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে চুক্তি স্বাক্ষরের পর গুগলের ক্লাউড সিইও থমাস কুরিয়ান বলেন, “আমরা আমেরিকার বাইরে বিশ্বের সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করতে চলেছি।” কুরিয়ানের দাবি, ভবিষ্য়তে ডেটা সেন্টারটি কয়েক গিগাওয়াটে পৌঁছবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী নির্মলা সিতারমণ, অশ্বিনী বৈষ্ণব। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা ভারতের বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান গুগলকে। পরে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন গুগলের সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই।

    ২০২৮ থেকে ২০৩২ সালের মধ্যে (অপারেশন শুরুর প্রথম পাঁচ বছরে) অন্ধ্রপ্রদেশে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে গুগলের এই প্রকল্প। বছরে গড় অতিরিক্ত আয় ১০,৫১৮ কোটি টাকা অবধি হতে পারে। পাশাপাশি ডেটা সেন্টার এবং এআই হাব মিলিয়ে বছরে প্রায় ২ লক্ষ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে। ফলে প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের দাবি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 
  • Link to this news (প্রতিদিন)