বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, ৭১ জনের মধ্যে নাম নেই স্পিকার নন্দকিশোরের
প্রতিদিন | ১৪ অক্টোবর ২০২৫
বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বিহারে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে ৭১ জনের ওই তালিকায় নাম নেই বিহার বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। ২০১০ সাল থেকে তিনি পাটনা সাহিব কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রত্নেশ কুশওয়াহাকে। তবে প্রথম তালিকায় নাম রয়েছে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। পাশাপাশি, নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন আরজেডি নেতা রামকৃপাল যাদবেরও। যদি দানাপুর কেন্দ্র থেকে লড়বেন। অন্যদিকে, সম্রাট প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাপুর কেন্দ্র থেকে এবং বিজয় লড়বেন লখিসরাই কেন্দ্র থেকে। প্রার্থীতালিকায় উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছে প্রেম কুমার (গয়া কেন্দ্র), প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ (কাটিহার কেন্দ্র), অলোক রঞ্জন ঝা (সহরসা কেন্দ্র), এবং মঙ্গল পাণ্ডে (সিওয়ান কেন্দ্র)।
রবিবার বিহারে আসনরফা চূড়ান্ত করেছে এনডিএ। আসন বণ্টনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবিকে সম্মানজনকভাবে খারিজ করেছে গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই দলই ১০১টি করে আসনে প্রার্থী দেবে। রবিবার এমনটাই ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। ফল ঘোষণা ১৪ নভেম্বর।
বিহার নির্বাচনে বিজেপির ইনচার্জ ধর্মেন্দ্র তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আসনবণ্টন নিয়ে সমঝোতা সেরে ফেলেছে এনডিএ শরিকরা। শান্তিপূর্ণভাবেই এই আসনরফা মেনে নিয়েছে সকলে। বিহারে ফের সরকার গড়বে এনডিএ।’ ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের এলজেপি পাবে ২৯টি আসন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝির রাষ্ট্রীয় লোক মোর্চা লড়বে ৬টি আসনে। একই সংখ্যক আসনে প্রার্থী দেবে হিন্দুস্তানি আওয়াম মোর্চাও।
যদিও বিহারের বিধানসভা নির্বাচনে আসনবণ্টন নিয়ে এনডিএর মধ্যে বিতণ্ডা কিছু কম হয়নি। নীতীশ সাফ জানিয়ে দিয়েছিলেন, বিজেপি যে সংখ্যক আসনে লড়বে, তার চেয়ে একটি হলেও বেশি আসন ছাড়তে হবে জেডিইউকে। ২০৫টি আসন নিয়ে দুই দলের মধ্যে ভাগাভাগি হবে, এমনটাই নীতীশের দাবি ছিল। পরিস্থিতি সামাল দিতে পাটনায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন নীতীশের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত নীতীশের দাবি খারিজ করেছে বিজেপি। উল্লেখ্য, ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারে এনডিএ শিবিরে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি ৭৪টি। জেডিইউ পেয়েছিল ৪৩টি। তা সত্ত্বেও নীতীশের দলকে সমান আসন ছেড়েছে গেরুয়া শিবির।