সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় আত্মঘাতী শীর্ষ পুলিশকর্তা পুরন কুমারের সুইসাইড নোট ঘিরে বিতর্ক বাড়ছে। ইতিমধ্যেই বরখাস্ত হয়েছেন রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়া। আর এবার হরিয়ানায় ফের আত্মঘাতী হলেন আরেক পুলিশ আধিকারিক। মৃত পুলিশকর্মীর নাম সন্দীপ রাথার। তিনি রোহতকের সাইবার সেলে কর্মরত ছিলেন। নিজের সুইসাইড নোটে ওই অফিসার দায়ী করেছেন পুরন কুমারকেই! যা হরিয়ানার পুলিশ মৃত্যুর ঘটনায় নয়া মোড় এনে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, প্রয়াত সন্দীপ একটি ভিডিও-ও করেছিলেন মৃত্যুর আগে। সেই ভিডিওয় তিনি নরেন্দ্র বিজারনিয়াকে একজন সৎ পুলিশ অফিসার বলে দাবি করেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। পুলিশের দাবি, সুইসাইড নোট লিখে রেখে কপালে গুলি করে আত্মহত্যা করেন সন্দীপ।
উল্লেখ্য, পুরনের মৃত্যুর পর পুলিশ কোনও এফআইআর করেনি। কিন্তু পুরন কুমারের স্ত্রী অমনিত মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি লেখেন। এছাড়াও পুলিশ একটি লিখিত অভিযোগ দায়ের করেন অমনিত। সেখানে নাম রয়েছে হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ কাপুর, রোহতকের পুলিশ প্রধান নরেন্দ্র বিজারনিয়া এবং আরও কয়েক জন পুলিশ আধিকারিকের। এঁদের বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার কথা উল্লেখ করা হয়েছে লিখিত অভিযোগে। এর জন্য ঊর্ধ্বতন পুলিশকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের ও গ্রেপ্তারি, তাঁর পরিবারের নিরাপত্তা এবং অধিকার রক্ষার দাবি জানানো হয়। এই অভিযোগের পরেই ১৩ জন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে হরিয়ানার আত্মঘাতী পুলিশ কর্তার বাড়িতে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার বিতর্ক নয়া মোড় নিল সন্দীপের আত্মহত্যায়।