• আরামবাগের সব রুটে আগামিকাল থেকে বন্ধ বাস পরিষেবা
    দৈনিক স্টেটসম্যান | ১৫ অক্টোবর ২০২৫
  • বুধবার থেকে রাস্তায় নামছে না একটাও বাস। অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিল বাস ও মিনিবাস চালকরা। আরামবাগে দীর্ঘদিন ধরে সেতু সংস্কারের নামে বন্ধ বাস পরিষেবা। কার্যত সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিক ও চালকদের। কয়েক মাস আগেও এখানে বাস ধর্মঘট ডাকা হয়েছিল। বুধবার ফের ধর্মঘটের ডাক দিয়েছে পরিচালন সমিতি। বুধবার অর্থাৎ ১৫ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাস চলাচল।

    স্থানীয় সূত্রে খবর, তেলের দাম বৃদ্ধি এবং যাত্রীর অভাবে জর্জরিত বাস পরিষেবা। এই পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে রামকৃষ্ণ সেতু। সংস্কারের কাজ চলায় দীর্ঘদিন ধরে সেই সেতুতে বাস চলাচল বন্ধ। লাগানো হয়েছে হাইট বার। ফলে বাসে যাত্রী সংখ্যা কমেছে। ক্ষতির মুখে ব্যবসা।

    বর্তমানে সেতুর উপর দিয়ে ১০ টনের বেশি ভারী ওজনের যান চলাচল নিষিদ্ধ। তবে বাস পরিচালন সমিতিগুলির দাবি যাত্রীবাহী বাসগুলির কোনওটাই ৯ টনের বেশি নয়। তারপরেও মিলছে না অনুমতি। প্রশাসনিক স্তরে এমনকী পরিবহণ দপ্তরে বার বার চিঠি দেওয়া হলেও মেলেনি কোন সদুত্তর। তাই ধর্মঘটের ডাক বলে জানিয়েছে বাস অ্যাসোসিয়েশনগুলি।

    আরামবাগ মহকুমা বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য জানান, ‘পুজোর বাজারেও মেলেনি যাত্রী। মালিকরা আর্থিক ভাবে ভুগছে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’ উল্লেখ্য, আরামবাগে বাস পরিষেবা বন্ধ হলে এর প্রভাব পড়বে সাত-আটটি জেলায়।  এখান থেকে হুগলি ও পার্শ্ববর্তী একাধিক জেলা, এমনকি কলকাতারও বাস ছাড়ে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)