মনোজ মন্ডল: সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি এমন করুণ পরিণতি হল রূপান্তরকামী সজলের ! বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে কাঠাল গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহ। পাঁচপোতা মহিষঘাটি এলাকায় এক রূপান্তরকামীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
মৃতের নাম সজল বারুই (২৮)। বাড়ি গাইঘাটা থানার পাঁচপোতা মহিষ ঘাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার এলাকার এক গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সজলের দেহ। পরিবার ও তৃতীয় লিঙ্গের সংগঠনের সদস্যদের দাবি, এটি আত্মহত্যা নয়- বরং খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সজলকে।
অভিযোগ, সজলের সঙ্গে অচিন্ত্য নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন ধরেই দু’জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। সোমবার রাতেও অচিন্ত্যের সঙ্গে দেখা হয়েছিল সজলের। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার স্থানীয়রা তার বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে গাইঘাটা থানার গোল বাথান নামক এলাকার একটি ফাঁকা জমিতে কাঠাল গাছের ডাল থেকে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিmকে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় গাইঘাটা থানার পুলিস। পরিবারের অভিযোগ, দেহ ঝুলন্ত অবস্থায় থাকলেও সজলের পা মাটিতে ভাঁজ করা অবস্থায় ছিল, যা থেকে সন্দেহ জোরদার হয়েছে যে, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিস। প্রেমঘটিত সম্পর্কের টানাপোড়েনই কি মৃত্যু, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ - তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।