বিষাক্ত ‘কোল্ডরিফ’ প্রেসক্রাইব করে কমিশন পেতেন ধৃত চিকিৎসক! সিরাপকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় ডঃ প্রবীণ সোনি নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁকে নিয়েই এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে। জানা যাচ্ছে, এই কফ সিরাপ প্রেসক্রাইব করলে বোতল প্রতি তাঁকে ১০ শতাংশ কমিশন দিত ওষুধ প্রস্তুতকারী সংস্থা। পুলিশের দাবি, জেরায় একথা স্বীকার করে নিয়েছেন প্রবীন। তাদের আরও দাবি, গত ২৪শে আগস্ট থেকে ৪ অক্টোবরের মধ্যে পাঁচ বছরের কম বয়সি বেশ কয়েকজন শিশুকে এই ওষুধটি তিনি প্রেসক্রাইব করেছিলেন। তিনি জানতেন, এই ওষুধ অল্পবয়সি রোগীদের দেওয়া যায় না। তা সত্ত্বেও পয়সার লোভে তিনি প্রেসক্রাইব করেছিলেন।
‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একের পর এক শিশু মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। গত বুধবারই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিয়েছে তারা।
কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। অন্যদিকে, মঙ্গলবার সিরাপ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। আইনজীবী বিশাল তিওয়ারি এই মামলাটি দায়ের করেছেন। তাঁর মূল দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করা হোক। উল্লেখ্য, সিরাপকাণ্ডে ইতিমধ্য়েই প্রস্তুতকারক সংস্থা শ্রীসান ফার্মাসিউটিকালের মালিক এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, সংস্থার লাইসেন্সও বাতিল করেছে তামিলনাড়ু সরকার।