• জাতিবিদ্বেষী মন্তব্য আত্মঘাতী দলিত পুলিশকর্তা! এবার ডিজিপিকে ছুটিতে পাঠাল হরিয়ানা সরকার
    প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় আত্মঘাতী শীর্ষ পুলিশকর্তা পুরন কুমারের ঘটনা নতুন মোড় নিচ্ছে। কিছুদিন আগে সুইসাইড নোটে নাম থাকা ১২ পুলিশ আধিকারিকের অন্যতম রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়াকে বরখাস্ত করা হয়েছে। এবার রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ সিং কপূরকেও ছুটিতে পাঠিয়ে দিল হরিয়ানা সরকার। উল্লেখ্য, রাজ্যের এডিজি ওয়াই পূরণ কুমারের ‘আত্মহত্যা’র পর পুলিশের একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে হেনস্থা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা রাজীব জেটলি রাজ্য পুলিশের ডিজিকে ছুটিতে পাঠানোর বিষয়টি জানান। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ডিজিপি শত্রুজিৎকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়াকে বরখাস্ত এবং শত্রুজিৎকে ছুটিতে পাঠানোর ঘটনা পরপর ঘটল।

    সহকর্মীদের হেনস্থা ও জাতিবিদ্বেষী মন্তব্যের জেরে গত ৭ অক্টোবর নিজের বাড়িতেই সার্ভিস রিভলভার দিয়ে ‘আত্মহত্যা’ করেন আইপিএস পূরণ কুমার। প্রয়াত পুরন কুমারের স্ত্রী অমনিত মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন। পুলিশেও লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেখানে নাম ছিল হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ কাপুর, রোহতকের পুলিশ প্রধান নরেন্দ্র বিজারনিয়া এবং আরও কয়েক জন পুলিশ আধিকারিকের। এরপরেই ১৩ জন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

    এদিকে মঙ্গলবার হরিয়ানায় আত্মঘাতী হয়েছন আরেক পুলিশ আধিকারিক। মৃত পুলিশকর্মীর নাম সন্দীপ রাথার। তিনি রোহতকের সাইবার সেলে কর্মরত ছিলেন। নিজের সুইসাইড নোটে ওই অফিসার দায়ী করেছেন আত্মঘাতী পুরন কুমারকে! যা হরিয়ানার পুলিশ মৃত্যুর ঘটনায় নয়া মোড় এনে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
  • Link to this news (প্রতিদিন)