আলোয় সাজবে অযোধ্যা! দীপোৎসবে রামায়ণের ৭ কাণ্ডের চিত্রায়ণের সঙ্গে যোগী সরকারের সাফল্যও
প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, অযোধ্যা: ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় এবার দীপোৎসব নবম বর্ষে পা রাখতে চলেছে। শুধু প্রদীপের আলো নয়, এবার গোটা শহর সেজে উঠবে ঝলমলে ট্যাবলো দিয়ে। তথ্য দপ্তর যোগী সরকারের সাফল্যের উপর ভিত্তি করে ১৫টি আকর্ষণীয় ট্যাবলো উপস্থাপন করবে। অন্যদিকে, পর্যটন ও সংস্কৃতি দপ্তর রামায়ণের সাতটি কাণ্ডের উপর ট্যাবলো তৈরি করছে। সব মিলিয়ে সকেত কলেজে মোট ২২টি ট্যাবলো তৈরি করা হচ্ছে।
জেলা তথ্য অফিসার সন্তোষ কুমার দ্বিবেদী এই কথা জানিয়েছেন। তিনি জানান, তথ্য দপ্তরের ট্যাবলোগুলিতে উত্তরপ্রদেশের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং সাংস্কৃতিক উন্নয়নে সরকারের কাজ তুলে ধরা হবে। এই ট্যাবলোগুলি রাজ্যের সামগ্রিক অগ্রগতিকে প্রতিফলিত করবে।
সন্তোষ কুমার দ্বিবেদী আরও জানিয়েছেন, ট্যাবলোগুলি আকর্ষণীয় এবং প্রযুক্তিনির্ভর করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলি দেখতে যেমন সুন্দর হবে, তেমনই আধুনিক প্রযুক্তির ব্যবহার দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দেবে।
দীপোৎসব উপলক্ষে অযোধ্যাকে লক্ষ লক্ষ প্রদীপ দিয়ে সাজানো হবে। রামপথ, ভক্তি পথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে প্রদীপ জ্বালানো হবে। এর মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে অযোধ্যা। এই অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দেশ-বিদেশের ভক্ত ও পর্যটকরা অংশ নেবেন।
এবারের দীপোৎসবে দেশের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য দেখা যাবে। হরিয়ানার ফাগ, কেরালার কথাকলি, রাজস্থানের ঝুমার, পাঞ্জাবের ভাংড়া, ওড়িশার সম্বলপুরী এবং পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের লোকনৃত্য থাকবে। মোট ৫০০-এর বেশি শিল্পী তাঁদের পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন।
ইভেন্টের দায়িত্বে থাকা সংস্থা ‘ভিভিড ইন্ডিয়া’-এর প্রতিনিধি জানিয়েছেন, ট্যাবলোতে প্রয়াগরাজ মহাকুম্ভ, কাশী করিডোর, আয়ুষ্মান ক্যাশলেস স্কিম, ডিফেন্স করিডোর, পিএম সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প, স্বনির্ভর নারী এবং বেটি বাঁচাও, বেটি পড়াও-এর মতো সরকারি সাফল্যের ঝলক দেখা যাবে।