• সাহারার সব সম্পত্তি কিনতে চলেছে আদানি গোষ্ঠী? সেবি ও কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট
    প্রতিদিন | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লগ্নিকারীদের টাকা ফেরানোর জন্য নিজেদের সব সম্পত্তি আদানিদের কাছে বিক্রি করতে চায় সাহারা গোষ্ঠী। সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন জানিয়েছে প্রয়াত সুব্রত রায়ের সংস্থা। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবির মতামত জানতে চাইল শীর্ষ আদালত।

    দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮৮টি সম্পত্তি শিল্পপতি গৌতম আদানির সংস্থাকে বিক্রি করে দিতে সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছিল সাহারা গোষ্ঠী। ওই সম্পত্তি বেচতে পারলে লগ্নিকারীদের সব টাকা মিটিয়ে দেওয়া সম্ভব বলে সাহারা গোষ্ঠীর আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন। সাহারা গোষ্ঠী জানিয়েছে, তাঁদের সংস্থার মোট ২৪ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে এখনও পর্যন্ত ১৬ হাজার কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। সেই টাকাটা সেবির হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরও ৮৮টি সম্পত্তি আদানি গোষ্ঠীকে বিক্রি করে লগ্নিকারীদের বকেয়া মিটিয়ে দিতে চান তাঁরা।

    আসলে জীবিত থাকাকালীন আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন সুব্রত রায়। চিটফান্ড সংস্থা তৈরি করে বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠে তাঁর সংস্থার বিরুদ্ধে। SEBI-র সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলেছিল। সাহারাকে সর্বমোট ২৪ হাজার কোটি টাকা জমা রাখতে বলা হয়েছিল। পরে সেই সম্পত্তির একটা অংশ গিয়েছে সেবির হাতে। এখনও দেশের বিভিন্ন প্রান্তে সাহারার ৮৮টি সম্পত্তি ছড়িয়ে রয়েছে।

    এদিন সুপ্রিম কোর্টে এ বিষয়ে কেন্দ্রের মত জানতে চেয়েছে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে কেন্দ্রের মতামত জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে আদালত বান্ধব শেখর নাফাদেকে ওই ৮৮টি সম্পত্তির বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
  • Link to this news (প্রতিদিন)