হরিয়ানায় দলিত IPS অফিসার ওয়াই পূরণ কুমারের আত্মহত্যা নিয়ে তোলপাড়ের মধ্যেই মঙ্গলবার সকালে আত্মঘাতী IPS অফিসারের বিরুদ্ধেই দুর্নীতি-সহ একাধিক অভিযোগ করে আত্মহত্যা করেছেন হরিয়ানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সন্দীপ লাঠর। এ দিন বিকেলে জাঠ সম্প্রদায়ের এই পুলিশকর্মীর মৃতদেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ শুরু হয় রোহতকে।
ASI সন্দীপ লাঠরের সৎকার করতে নারাজ তাঁর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। তাঁরা সাফ জানিয়েছেন, প্রয়াত IPS ওয়াই পূরণের স্ত্রী, আমনীত পি কুমারকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা মৃতদেহ দাহ করবেন না।
লাঠরের পরিবারের অভিযোগ, এক দুর্নীতি মামলায় প্রয়াত IPS অফিসার ওয়াই পূরণ কুমারের গানম্যানকে গ্রেপ্তার করেছিলেন ASI সন্দীপ। তার পর থেকেই তাঁকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করছিলেন ওই IPS অফিসারের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা এবং তারাই তাঁর মৃত্যুর জন্য দায়ী। ASI সন্দীপের পরিবারের দাবি, মৃত্যুর মাত্র দুই দিন আগে তিনি তাঁদের এই হয়রানির কথা জানিয়েছিলেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন উচ্চপদস্থ পুলিশ ও প্রশাসনিক কর্তারা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ করার আশ্বাস দেন। তবে লাঠরের পরিবার এবং জাঠ সম্প্রদায়ের সদস্যরা তাঁদের অবস্থানে অনড়। তাঁরা IPS অফিসারের স্ত্রীর অবিলম্বে গ্রেপ্তারি ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।