তোলা না পেয়ে ইঞ্জিনিয়ারকে খুন, অভিযুক্ত মধ্যপ্রদেশ পুলিশ
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
ভোপাল: ছেলেকে পাশবিক অত্যাচার চালিয়ে খুন করেছে দুই পুলিশকর্মী। হত্যাকারীদের উপযুক্ত বিচারের দাবি করলেন নিহত তরুণ ইঞ্জিনিয়ারের বাবা রাজকুমার গায়াকি। গত বৃহস্পতিবার রাতে নৃশংস ঘটনাটি ঘটে বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে। ১০ হাজার টাকা তোলা না পেয়ে ২২ বছরের তরুণ ইঞ্জিনিয়ার উদিত গায়াকিকে দুই পুলিশকর্মী নৃশংসভাবে পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের তরফে সিবিআই অথবা সিট গঠন করে তদন্তের দাবি তোলা হয়েছে। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর বেঙ্গালুরুর একটি সংস্থায় চাকরি পেয়েছিলেন উদিত। নতুন চাকরি পাওয়ায় বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন তিনি। সেই সময় দুই কনস্টেবল সেখানে এসে ১০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। তাদের দাবিমতো টাকা না দেওয়ায় উদিতকে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়। তাঁকে ভোপালের এইমসে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় শোরগোল পড়েছে রাজ্যজুড়ে। দুই কনস্টেবলের বিচারের দাবিতে সোচ্চার হন মানুষ। উদিতের বাবাও মধ্যপ্রদেশ সরকারের বিদ্যুৎদপ্তরের ইঞ্জিনিয়ার। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, ছেলের অপরাধ নেই। তাকে পশুর মতো হত্যা করা হয়েছে।