চণ্ডীগড়: আইপিএস অফিসার তথা এডিজিপি ওয়াই পুরন কুমারের আত্মহত্যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে হরিয়ানায়। এই ঘটনায় এবার নয়া মোড়। এবার পুরনকে দুষে আর এক পুলিশ অফিসার আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। সন্দীপ কুমার নামে ওই অফিসার রোহতক সাইবার সেলের অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর (এএসআই) ছিলেন। নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। পুরনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তকারী অফিসার ছিলেন সন্দীপ। পুলিশ জানিয়েছে, রোহতকের বাড়িতে থেকে এএসআইয়ের বুলেট বিদ্ধ দেহ উদ্ধার করা হয়। তিনি নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ। সন্দীপের ঘর থেকে তিনপাতার একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে তিনি লিখে গিয়েছেন, সত্যের জন্য জীবন উৎসর্গ করছেন। আত্মঘাতী পুরনকে ‘দুর্নীতিবাজ’ তকমা দেওয়া হয়েছে সন্দীপের সুইসাইড নোটে। এক মদ ব্যবসায়ীর থেকে পুরন আড়াই লক্ষ ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ। তা ফাঁস হয়ে যাওয়ার ভয়েই পুরন আত্মহত্যা করেছেন বলে সন্দীপের সুইসাইড নোটে দাবি। পাশাপাশি রোহতকের সদ্য প্রাক্তন পুলিশ সুপার নরেন্দ্র বির্জানিয়া একজন ‘সৎ পুলিশ অফিসার’ ছিলেন বলে একটি ভিডিও বার্তায় দাবি করেছেন সন্দীপ। পুরনের মৃত্যুর ঘটনায় দায়ের এফআইআরে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন বির্জানিয়া। ওই ভিডিও সন্দীপ মৃত্যুর আগে রেকর্ড করেছিলেন বলে অনুমান। সন্দীপের সুইসাইড নোট ও ভিডিও এখনও যাচাই করে দেখা হয়নি বলে খবর। রোহতকের পুলিশ সুপার এস এস ভোরিয়া বলেছেন, এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। ফরেন্সিক দল খতিয়ে দেখছে। এদিকে মঙ্গলবার মৃত দলিত আইপিএস পুরনের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, দলিতদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির কাছে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তি ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, অবিলম্বে মৃত আইপিএস অফিসারের দেহ পরিবারের হাতে তুলে দিয়ে সৎকারের অনুমতি দিক সরকার।