• কলকাতাগামী বিমানের ইঞ্জিনে ধাক্কা পাখির, জরুরি অবতরণ আগরতলায়
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, আগরতলা: বিমানযাত্রায় ফের বিপত্তি। মঙ্গলবার আগরতলা থেকে উড়ান শুরুর পর কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে বিমানটি আগরতলা এমবিবি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ইন্ডিগোর ৬ই ৯২০৩ বিমান দুপুর ১২টা ৪০ মিনিটে মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। ২০ মিনিট পরই বিমানের বামদিকের ইঞ্জিনে পাখির ধাক্কা লাগে।  বিষয়টি টের পেয়ে পাইলট এমবিবি বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।  বিমানটি নিরাপদেই  অবতরণ করে। সমস্ত যাত্রী ও ক্রু সদস্য সুরক্ষিত রয়েছেন বলে বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ঘটনার পর বিমানটিকে রক্ষণাবেক্ষণ ও পরীক্ষার জন্য বিমানবন্দরেই রেখে দেওয়া হয়। এরপর যাত্রীদের কলকাতায় পাঠানোর জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়।  বিমানবন্দরের অধিকর্তা কৈলাস চন্দ্র মীনা জানান,‘বিস্তারিত রিপোর্ট এখনও আসেনি। বিমানে পাখির ধাক্কার ফলে কিছু ক্ষতি হতে পারে। এই আশঙ্কায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ঘটনার কারণে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনও প্রভাব পড়েনি।
  • Link to this news (বর্তমান)