বিশাখাপত্তনমে গুগলের এআই হাব, পাঁচ বছরে ১৫০০ কোটি ডলার লগ্নি
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: ভারতে এআই হাব তৈরি করবে গুগল। মঙ্গলবার এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন গুগলের সিইও সুন্দর পিচাই। এরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় মার্কিন টেক সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সুবিশাল তথ্যকেন্দ্র এবং এআই হাব তৈরি করবে গুগল। এর জন্য তারা হাত মিলিয়েছে আদানি গোষ্ঠীর সঙ্গে। আগামী পাঁচ বছরে এই প্রকল্পের জন্য দেড় হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের ভাবনা রয়েছে গুগলের। সব ঠিক থাকলে, এটিই হবে আমেরিকার বাইরে তৈরি গুগলের সবথেকে বড় এআই হাব।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সুন্দর পিচাইয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করে গুগলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিকশিত ভারতের প্রসঙ্গ টেনে মোদি বলেন, আগামীতে সকলের জন্য এআই-এর ব্যবহার নিশ্চিত করবে এই পদক্ষেপ। সুন্দর পিচাই জানিয়েছেন, বিশাখাপত্তনমের এআই হাবটিতে এক গিগাওয়াটের ডেটা সেন্টার ক্লাস্টার তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। ফলে ভারতে এআই ব্যবহারকারীরা বিশেষ সুবিধা পাবেন। মঙ্গলবার এই বিনিয়োগের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে চুক্তি সেরেছে গুগল। সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে এসেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেখানেই চুক্তিপত্র স্বাক্ষরের অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে বিনয়োগের জন্য গুগলকে বিশেষ ধন্যবাদ জানান অশ্বিনী। পাশাপাশি তাঁর রাজ্যে এহেন পরিকাঠামো নির্মানের জন্য মার্কিন সংস্থাকে অভিবাদন জানিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী নাইডু।