• সন্ধ্যায় প্রতীক বিলি লালুর, রাতেই ফেরতের নির্দেশ জারি পুত্র তেজস্বীর
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • পাটনা: বিরোধী মহাজোট শিবিরে আসন বণ্টন নিয়ে জট এখনও কাটেনি। তারই মধ্যে বড় শরিক আরজেডিতে ‘টিকিট বিলি’ নিয়ে নয়া নাটক। দিল্লির আদালতে হাজিরা দিয়ে পাটনায় ফেরার পর, সোমবার সন্ধ্যায় কয়েকজন টিকিট প্রত্যাশীর হাতে দলীয় প্রতীক তুলে দেন পার্টি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। যদিও রাতে লালু-পুত্র তেজস্বী যাদব ওই নেতাদের ‘লন্ঠন’ প্রতীক ফেরত দিয়ে যাওয়ার নির্দেশ জারি করেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিহার রাজনীতিতে জল্পনা তুঙ্গে। জোট-জটের মধ্যেই তাহলে কি টিকিট বিলি ঘিরে পিতা-পুত্রেরও মনোমালিন্য তৈরি হল? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? জল্পনার মধ্যেই অবশ্য এক আরজেডি নেতার সাফাই, খামের মধ্যে মোটেও দলীয় প্রতীক ছিল না। গোটাটাই এআইয়ের কারসাজি। যদিও এই ব্যাখ্যায় চিঁড়ে ভিজছে না।

    বিহারে প্রথম দফার জন্য মনোননপত্র গ্রহণ শুরু হয়ে গেলেও বিরোধী মহাজোট শিবির এখনও আসন রফা চূড়ান্ত করে উঠতে পারেনি। তারই মধ্যে আরজেডির অন্দরে নয়া নাটকের সাক্ষী থাকল বিহারের রাজনীতি। দিল্লি থেকে পাটনার বাড়িতে ফিরে লালুপ্রসাদ দেখেন গেটের বাইরে টিকিট প্রত্যাশী নেতাদের ভিড়। তিনি ভিতরে ঢোকার কিছুক্ষণ পর অপেক্ষায় থাকা নেতাদের কয়েকজনের কাছে পার্টি নেতৃত্বের ফোন আসে বলে খবর। তাঁরা লালুপ্রসাদের বাড়ির ভিতরে ঢোকেন। পরে সেই নেতারাই হাতে খাম সহ বাইরে বেরিয়ে আসেন। ওই খামেই দলীয় প্রতীক ছিল বলে খবর। যদিও কয়েক ঘণ্টার মধ্যে উল্টোচিত্র। বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নির্দেশে ওই নেতাদের কাছে ফের ফোন যায়। তাঁদের মধ্যে গত সপ্তাহে নীতীশ কুমারের জেডিইউ ছেড়ে আরজেডিতে যোগ দেওয়া সুনীল সিং ও প্রাক্তন বিধায়ক নরেন্দ্র কুমার সিংও ছিলেন। সকলকে নির্দেশ দেওয়া হয়, রাতের মধ্যেই দলীয় প্রতীক ফিরিয়ে দিতে হবে। ফলে লালুপ্রসাদের বাসভবনের বাইরে রাতে ফের ভিড় জমে। ওই নেতাদের দাবি, কেন প্রতীক ফেরত দিতে বলা হল সেব্যাপারে দলের তরফে স্পষ্ট কোনও কারণ তাঁদের জানানো হয়নি। বিড়ম্বনা ঢাকতে আবার আশরফ ফতমির মতো কয়েকজন নেতা বলেন, কাউকেই দলীয় প্রতীক দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়েছে সেগুলি এআইয়ের মাধ্যমে তৈরি করা।  -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)