• বিহারে বাম প্রার্থী সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম, বিজেপিতে যোগ গায়িকা মৈথিলি ঠাকুরের
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • পাটনা: বিহার ভোটে চমক বামেদের। এবার বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো বোন দিব্যা গৌতম। সিপিআই (এমএল) লিবারেশনের টিকিটে দীঘা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। সব ঠিক থাকলে আজ বুধবার মনোনয়ন জমা দিতে পারেন দিব্যা। জানা গিয়েছে, একজন থিয়েটার শিল্পীর পাশাপাশি কলেজ জীবনে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সক্রিয় সদস্যও ছিলেন তিনি। বামপন্থী ছাত্র রাজনীতি করে উঠে আসা দিব্যাকে নিয়ে তাই আশাবাদী বাম ব্রিগেড। এদিকে দিন কয়েক ধরেই জনপ্রিয় গায়িকা মৈথিলি ঠাকুরের বিজেপি প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছিল। এবার তা সত্যি হতে চলেছে। মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, বিহার বিধানসভা ভোটে আলিনগর থেকে প্রার্থী হতে পারেন মৈথিলি।

    সুশান্তের তুতো বোনের ভোটে দাঁড়ানোর খবর সামনে আসতেই ময়দানে নেমে পড়েছে শাসক শিবির। কেউ কেউ বলতে শুরু করেছেন - সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে দেশজুড়ে সাড়া পড়ে গিয়েছিল। এবার সেই ইস্যুকে ‘সিমপ্যাথি কার্ড’ হিসেবে ব্যবহার করে ক্ষমতা দখল করতে চাইছে বামেরা। তাঁর তুতো বোনকে প্রার্থী করেছে। মঙ্গলবার এনিয়ে দিব্যা বলেন, ‘আমি কখনও তাঁর নাম ভাঙিয়ে রাজনীতি করিনি। মানুষ আমাকে ওর বোন বলেই চেনে। সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু সুশান্তের নাম-পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চাই না। আসল কথা সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা পরিবর্তন চান। আর সে জন্যই লড়াইয়ে নেমেছি।’ এদিকে, লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘দলের প্রার্থীতালিকা আমরা একদফাতেই ঘোষণা করব। তবে এদিন থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন জমার কাজ শুরু হল।’
  • Link to this news (বর্তমান)