• ওবিসি মামলার শুনানি হল না
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মঙ্গলবারও হল না রাজ্যের ওবিসি মামলার শুনানি। এদিন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ ছিল। তবে সময়াভাবে তা হয়নি। তাই দ্রুত শুনানির আবেদন করে বিষয়টি উল্লেখ করেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। তখন প্রধান বিচারপতি জানিয়ে দেন, ঠিক আছে, আগামী ৫ নভেম্বর শুনব। ২০১০ সালের পরে দেওয়া রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার।
  • Link to this news (বর্তমান)