• উপার্জন কমেছে, মন্ত্রিত্ব ছেড়ে অভিনয়ে ফিরতে চান সুরেশ গোপী
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • ত্রিশূর: উপার্জন কমেছে। সে কারণে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে চান ত্রিশূরের সাংসদ সুরেশ গোপী। পরিবর্তে ফিরতে চান লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। সম্প্রতি কান্নুরে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন সুরেশ। তিনি বলেছেন, ‘মন্ত্রিত্ব সামলাতে গিয়ে আমার আয় অনেকটা কমে গিয়েছে। আমার আরও রোজগার করা দরকার। সত্যিই আবার অভিনয়ে ফিরতে চাই।’ একই মত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতেরও। সুরেশকে সমর্থন করে তাঁর বক্তব্য, ‘রাজনীতি এমন একটা পেশা যার পথ ভীষণ অমসৃণ। এখানে তেমন পারিশ্রমিকও নেই। তার উপর আবার অনেক রকমের খরচ রয়েছে। তবে রাজনীতিতে ভালো করে কাজ করার পাশাপাশি নিজেদের পেশাতেও কাজ করা উচিত।’ কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ বর্তমানে কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর স্থলাভিষিক্ত কে হবেন? তিনি চান রাজ্যসভার সদস্য সি সদানন্দন মাস্টার তাঁর দায়িত্বভার নিন।
  • Link to this news (বর্তমান)