• নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে জটিলতা, নাজেহাল বঙ্গ বিজেপি
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  কালীপুজোতেও সম্ভবত নতুন রাজ্য কমিটি গঠন করতে পারছে না বঙ্গ বিজেপি। দলের অন্দরের খবর, ভাইফোঁটার পর এ ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ করতে পারে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী মাসেই বিহার বিধানসভার ভোট। তারপর বছর ঘুরলেই বাংলার ভোট। আর সেই ভোট যত এগিয়ে আসছে,  ততই পাল্লা দিয়ে বাড়ছে বিজেপির নতুন কমিটি গঠন নিয়ে জটিলতা। এর আগে বঙ্গ বিজেপি সূত্রে জানানো হয়েছিল, দুর্গাপুজোর পরেই নয়া কমিটি তৈরি করে ফেলা হবে। তারপরেই নতুন টিম পুরোদমে ভোটের প্রস্তুতিতে নেমে পড়বে। কিন্তু সেই ‘টার্গেট’ ইতিমধ্যেই মিস হয়ে গিয়েছে। এবার আদৌ কালীপুজোর ‘লক্ষ্যমাত্রা’ পূরণ করা যায় কি না, তা নিয়ে দলের মধ্যেই তীব্র সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খবর, বাংলায় দলের কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক এবং ভারপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় নেতাদের সঙ্গে এব্যাপারে শীঘ্রই বৈঠক হতে পারে বঙ্গ ব্রিগেডের। তবে এক্ষেত্রেও বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের উপর বেজায় অসন্তুষ্ট দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ তারা মনে করছে, রাজ্যস্তরে একটি ‘সাধারণ’ দলীয় সিদ্ধান্ত নেওয়ার জন্যও হস্তক্ষেপ করতে হচ্ছে। যে-কোনও ইস্যুতে দিল্লির মুখাপেক্ষী হয়ে থাকার প্রবণতা আদতে দলের সংশ্লিষ্ট রাজ্য নেতাদের ‘ব্যর্থতা’র দিকেই ইঙ্গিত করে। ফলে নির্বাচনী আবহে যে-কোনও বিষয় শেষমেশ কেন্দ্রীয় নেতৃত্বকে সামাল দিতে হলে বাস্তবে তা বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি নিয়েই প্রশ্ন তুলবে। 

    সুকান্ত মজুমদারের উত্তরসূরী হিসেবে দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই ‘আদিপন্থী’ নেতা হিসেবে পরিচিতদের বাড়তি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এমনও জানা যাচ্ছে, দলের নয়া কমিটিতেও অধিক গুরুত্ব পাবেন বঙ্গ বিজেপির ‘আদি’ নেতারাই। তবে বঙ্গ বিজেপির ‘নব্যপন্থী’ নেতা হিসেবে পরিচিতদের ফেলে দেওয়াও সম্ভব নয়। সূত্রের খবর, আদি এবং নব্যের ভারসাম্য রক্ষা করতে গিয়েই গোলযোগ তৈরি হচ্ছে। তা একা সামলাতে পারছেন না শমীক। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপের প্রয়োজন হচ্ছে।
  • Link to this news (বর্তমান)