• জয়সলমিরে চলন্ত বাসে আগুন, ২০ জনের মৃত্যু
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • জয়সলমির: রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে বাস। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। থমকে গিয়েছে সমস্ত যানবাহন। মঙ্গলবার এই দৃশ্যের সাক্ষী থাকল জয়সলমিরের থাইয়াত এলাকা। এখানকার সেনা ঘাঁটির কাছে চলন্ত বাসে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হল। যোধপুরগামী বাসটিতে অন্তত ৫৭ জন যাত্রী ছিলেন। গুরুতর জখম ১৬ জনকে যোধপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকেরই শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতরাও চিকিত্সার জন্য ৫০ হাজার টাকা করে পাবেন। 

    এদিন দুপুর তিনটে নাগাদ বাসটি জয়সলমির থেকে যোধপুরের দিকে রওনা দেয়। মাঝপথে হঠাত্ই বাসটির পিছন দিকে আগুন লেগে যায়। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাস দাঁড় করিয়ে দেন চালক। কিন্তু যাত্রীরা বেরিয়ে আসার আগেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও অন্য গাড়ির যাত্রীরা সাহায্যের জন্য এগিয়ে আসেন। উদ্ধারকাজে হাত লাগান সেনা বাহিনীর আধিকারিকরাও। কিছুক্ষণের মধ্যেই দমকল ও পুলিশও ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণে এনে যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, বাসটি মাত্র পাঁচদিন আগেই কেনা হয়েছিল। প্রাথমিক তদন্তের পর অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। এদিন রাতে জয়সলমির যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তিনি পুড়ে যাওয়া বাসটিও খতিয়ে দেখেন। এদিকে, ঘটনার জেরে কয়েক কিলোমিটার পর্যন্ত ব্যাপক যানজট সৃষ্টি হয়।
  • Link to this news (বর্তমান)