• নোটিশের ১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরাব: উদয়ন গুহ
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: এসআইআরয়ের নোটিশ দিলেই ১৫ দিনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাবে তৃণমূল কংগ্রেস। এসআইআর-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে সহায়তা করা হবে তাঁদের। বিজয়া সম্মিলনীতে সিতাইয়ে এসে এই বার্তা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনদের বাড়ি ফিরিয়ে আনুন। বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, সেই কারণে এসআইআর করে তৃণমূলের ভোট কাটতে চাইছে ওরা। বকলমে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি, দাবি সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার। পাল্টা বিজেপি জানিয়েছে, এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। 

    দুর্গাপুজো মিটতেই বিধানসভা ভিত্তিক বিজয়া সম্মিলনী শুরু করেছে তৃণমূল। দিনহাটা মহকুমায় সিতাই ও দিনহাটা বিধানসভায় সভা করছে তারা। সেই সভায় এসআইআর নিয়ে সতর্ক করছেন বাংলার মানুষকে। মন্ত্রী উদয়ন গুহ বলেন, এসআইআর-এর নোটিশ হলেই ১৫ দিনের মধ্যে বাংলার বাইরে যাঁরা রয়েছেন তাঁদেরকে ফিরিয়ে আনা হবে। এরজন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে তাঁদের সবরকমভাবে সহায়তা করা হবে। দলের নেতা-কর্মীদের বলব, তাঁদের আত্মীয়পরিজন, পরিচিত যাঁরা ভিনরাজ্যে থাকেন তাঁদের বাড়িতে ফিরিয়ে আনুন। আসলে এসআইআর-এর মাধ্যমে আমাদের ভোট কাটার চেষ্টা করছে বিজেপি। 

    এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন বলেন, এসআইআর নির্বাচন কমিশনের বিষয়। এসব বলে হাওয়া গরম করতে চাইছে ওরা। 
  • Link to this news (বর্তমান)