• লামাহাটার আদলে সুখিয়াপোখরির কাছে পর্যটন কেন্দ্র, ঘোষণা মমতার
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: সুখিয়াপোখরি থেকে মিরিক। আঁকাবাঁকা, চড়াই-উতরাই পাহাড়ি পথ। একদিকে পাইন, সেগুনের জঙ্গল। চা বাগান। এই রুটের পাশেই প্রতিবেশী রাষ্ট্র নেপাল। এখানেই লামাহাটার আদলে নতুন পর্যটন কেন্দ্র তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সুখিয়াপোখরি থেকে মিরিকের মধ্যে পশুপতি ফটকের কাছে লামাহাটার মতো ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তোলা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

    দার্জিলিং জেলার নেপাল সীমান্তবর্তী রুটগুলির মধ্যে সুখিয়াপোখরি-মিরিক অন্যতম। সুখিয়াপোখরি থেকে পাহাড়ের চড়াই-উতরাই পথ ধরে কয়েক কিমি এগলেই পশুপতি ফটক। জমজমাট বাজার। সেখান থেকে ডান দিকে পাহাড়ের গা বেয়ে কিছুটা উঠলেই নেপাল। দুই দেশের বাসিন্দারা অবাধে যাতায়াতও করেন। সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে নতুন পর্যটন কেন্দ্র গড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় কিছু হোমস্টে তৈরি করা হবে। লামাহাটার মতো এলাকাটি সাজিয়ে তোলা হবে। এতে কর্মসংস্থানও হবে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জোড়বাংলো সুখিয়াপোখরির পর্যটন কেন্দ্র তাবাকোশি, সিওয়ক সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা বলেন, সুখিয়াপোখরি থেকে মিরিকের মধ্যে পশুপতি এলাকায় পর্যটন কেন্দ্র হলে ভালো হবে। ইদানিং এখানে পর্যটকদের ভিড় বাড়ছে। এদিকে, মিরিক লেক সংস্কারের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)