উত্তর দিনাজপুরে বাংলার বাড়ি পাবেন আরও এক লক্ষ উপভোক্তা, প্রস্তুতি
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলায় আরও এক লক্ষ উপভোক্তা বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির সুযোগ পেতে চলেছেন। তার জন্য প্রশাসনিক ভাবে চলছে জোরদার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট উপভোক্তাদের এলাকায় চলছে প্রশাসনিক সমীক্ষা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সমীক্ষা পর্বের ৯৮ শতাংশ কাজই সম্পূর্ণ করে ফেলেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলার আধিকারিকদের আশা, আগামী কয়েকদিনের মধ্যে সমীক্ষা পর্ব ১০০ শতাংশ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরই রাজ্য থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এদিকে বাড়ি তৈরির জন্য নতুন করে প্রায় এক লক্ষ উপভোক্তার নাম তালিকাভুক্ত হওয়ায় খুশির জোয়ার জেলায়। উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, রাজ্য সরকারের উদ্যোগে জেলায় নতুন করে আরও এক লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে। তার জন্য জেলার ৯৮টি গ্রাম পঞ্চায়েত এলাকার উপভোক্তাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। প্রশাসনিকভাবে ধাপে ধাপে হয়েছে চেকিং ও সুপার চেকিং। সমীক্ষা পর্বের ৯৮ শতাংশ কাজই সম্পূর্ণ হয়েছে। শীঘ্রই ১০০ শতাংশ হয়ে যাবে। তারপর রাজ্য সরকার যথা সময়ে টাকা ছাড়বে। এই পদক্ষেপে জেলাবাসীর অনেকেই উপকৃত হতে চলেছেন। প্রশাসন সূত্রে আরও খবর, গত বছর এই জেলায় সাড়ে ৪৬ হাজার উপভোক্তাকে বাংলার আবাস যোজনার আওতায় টাকা দেওয়া হয়েছে। সেসময় জমা পড়া অতিরিক্ত আবেদনগুলিকে বাছাই করে এবার বাংলার আবাস যোজনার আওতায় আনা হচ্ছে। যাতে গৃহহীন এবং আর্থিক ভাবে দুর্বল পরিবার মাথার উপর পাকা ছাদ পায়। আগামীতে রাজ্য থেকে টাকা ছাড়লে সমীক্ষায় চিহ্নিত উপভোক্তারা প্রথম কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন। পরবর্তীতে দ্বিতীয় কিস্তিতে ৬০ হাজার টাকা পাবেন।