নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরের হিলকার্ট রোডের সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট (এসএনটি) বাসস্ট্যান্ড চত্বরে এক এসএসবি জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। যা ঘিরে রহস্য দানা বেঁধেছে। স্থানীয়রা প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, মৃত জওয়ানের নাম অভিষেক রাজ। বয়স আনুমানিক ৩৫। তিনি বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা। ওই জওয়ান সিকিমের পকিয়াং এলাকায় কর্মরত ছিলেন। জওয়ানের দেহ রাস্তার ধারে উপুর হয়ে পড়েছিল। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহের পাশে একটি ব্যাগও পড়েছিল। মুহূর্তের মধ্যেই এ খবর ছড়িয়ে পড়ে। কৌতূহলীরা ভিড় করেন জংশনের এসএনটি’র সামনে। পরবর্তীতে পুলিশ এসে দেহ উদ্ধার করে তাঁর সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে নিশ্চিত হয় মৃত ব্যক্তি এসএসবিতে কর্মরত ছিলেন।
তদন্তকারী অফিসারদের সূত্রে জানা গিয়েছে, তিনি ছুটিতে বাড়ি ফিরছিলেন। সোমবার তিনি পকিয়াংয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। বাড়ি ফেরার উদ্দেশ্যে তিনি সিকিম থেকে সমতলে আসেন। এসএনটি বাসস্ট্যান্ডে পৌঁছন। বিহারগামী বাস ধরার জন্য হয়তো অপেক্ষায় ছিলেন।
এদিন সকালে স্থানীয় কিছু মানুষ এক যুবককে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মৃতের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাঁর ইউনিটকে খবর দেয়। এমনকী তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়। খবর পেয়ে পরিবারের লোকেরাও দেহ শনাক্ত করতে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিবারের সদস্যরা শিলিগুড়িতে পৌঁছে কোনও সন্দেহের বশে লিখিত অভিযোগ করবেন কি না সেই অপেক্ষায় আছেন পুলিশের তদন্তকারী অফিসাররা। যদিও পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
যদিও পুলিশের প্রাথমিক অনুমান, অভিষেক রাজের মৃত্যু সম্ভবত হৃদরোগের কারণে হয়েছে। তাঁর দেহ পরীক্ষা করে তাঁর শরীরে কোনওরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কোনওরকম অভিযোগ করেন কি না সেটা দেখা হচ্ছে। • মৃত জওয়ান অভিষেক রাজ।