• বাড়ি তৈরির নামে কোটি টাকার প্রতারণা মালদহে, এসপির কাছে অভিযোগ
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ মালদহে। একজন দু’জন নয়, প্রায় ২৫ জন এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন পুলিশ সুপারের কাছে।

    আইনজীবীর মাধ্যমে মঙ্গলবার এই অভিযোগ লিখিতভাবে জানিয়েছেন প্রতারিতরা। এছাড়াও দেখাও করেছেন জেলা পুলিশের অতিরিক্ত সুপার পদমর্যাদার এক আধিকারিকের সঙ্গেও। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে, সেটির মূল দুই কর্তা গা ঢাকা দিয়েছেন বলে দাবি অভিযোগকারীদের।

    এদিন আইনজীবী গণেশ সোদানির মাধ্যমে পুলিশ সুপারের কাছে ওই প্রতারণা সংক্রান্ত অভিযোগ দায়ের করেন রাজু প্রসাদ, নিখিল সরকার, জনা সরকার, রাজকুমার মল্লিক প্রমুখ। অভিযোগকারীদের বক্তব্য, গত বছরের মাঝামাঝি ওই বেসরকারি সংস্থার দুই কর্তা তাঁদের নিজস্ব জমিতে বাড়ি বানিয়ে দেওয়ার প্রস্তাব দেন। শর্ত ছিল বাড়ি তৈরির মোট খরচের ২৫ শতাংশ প্রথম ধাপে দিতে হবে ওই সংস্থাকে। বাকি অর্থ সমান মাসিক কিস্তিতে শোধ করতে হবে। ধাপে ধাপে টাকা খরচ করে বাড়ি তৈরির এই আকর্ষণীয় প্রস্তাবে রাজি হয়ে যান অনেকে। রেজিস্ট্রেশন সহ প্রথম ধাপে মোট খরচের ২৫ শতাংশ তাঁরা জমাও করে দেন। কিন্তু কাজ শুরু না হওয়ায় সন্দেহ হয় তাঁদের।

    ওই সংস্থার অফিসে যোগাযোগ করলে হেনস্তা করে হয়েছে বলে দাবি অভিযোগকারীদের। এরপর ক্রমশ ধরাছোঁয়ার বাইরে চলে যান অভিযুক্ত বেসরকারি সংস্থার দুই কর্তা। এখন তাঁদের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

    তাঁদের অভিযোগ, শুধু মালদহের দু’টি ব্লকই নয়, উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে বেশকিছু মানুষের সঙ্গে প্রতারণা করেছে ওই বেসরকারি সংস্থাটি। প্রতারিতদের আইনজীবী গণেশ সোদানির বক্তব্য, আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। এরপর আদালতেরও দ্বারস্থ হচ্ছি। এই প্রতারণা দীর্ঘদিন চলতে পারে না।

    জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ইতিমধ্যে আমরা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছি। সবদিক খতিয়ে দেখে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হবে। ( পুলিশে অভিযোগ প্রতারিতদের। - নিজস্ব চিত্র।)
  • Link to this news (বর্তমান)