• বিএলওদের সঙ্গে গ্রামে যান, কারও নাম যেন বাদ না যায়, বার্তা তৃণমূল সাংসদের
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, রঘুনাথপুর: বিএলওরা গ্রামে ভোটার লিস্টের কাজ করতে যাবেন। প্রয়োজনে দলের চারজন সদস্য বিএলওদের সঙ্গে যাবেন। একজনের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, সেইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মঙ্গলবার সাঁতুড়ি ব্লকের তৃণমূলের বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী।

    এদিন তিনি আরও বলেন, বিজেপি নামক দলটি এখন মানুষকে হেনস্তা করতে পথে নেমেছে। দেখা যাবে বিএলও কোনও ব্যক্তির বাড়িতে গিয়েছেন। সেই বাড়ির কোনও ব্যক্তি বিশেষ কাজে বাইরে গিয়েছেন। বিএলও তাঁকে বাড়িতে না পেয়ে সঙ্গে সঙ্গে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবেন। সেই ঘটনা যাতে কোনওভাবেই না ঘটাতে পারে, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। বিজেপি মানুষের কাজ করে না। কিন্তু আমরা মানুষের জন্য কাজ করে চলেছি। সাংসদ হিসেবে বছরে পাঁচ কোটি টাকা পাই। তার মধ্যে জিএসটি বাবদ ৯৬ লক্ষ টাকা কেটে নেওয়া হয়। বাকি টাকাতেই এলাকার উন্নয়নের কাজ করে চলেছি। সাঁতুড়ি ব্লকের নয়টি রাস্তার নাম পাঠানো হয়েছে। রেলের খামখেয়ালিপনার বিষয়ে জানানো হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাঁতুড়ি ছাড়াও রঘুনাথপুর-১ নম্বর ব্লক এবং নিতুড়িয়া ব্লকে বিজয়া সম্মিলনির অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে জেলা সভাপতি রাজীব লোচন সরেন, মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন রঘুনাথপুরের কমিউনিটি হলে, সাঁতুড়ির মুরাডি স্কুল কমিউনিটি হল এবং নিতুড়িয়া দলীয় কার্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রতিটি বুথের তৃণমূল কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রাজীববাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পরিবারে উন্নয়নের কাজ করে চলেছেন। একমাত্র তৃণমূল সারা বছর নানান কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে থাকে। মানুষ যে কোনও বিপদে পড়লে তৃণমূলের কর্মীরা এগিয়ে যান।
  • Link to this news (বর্তমান)