সিপিএম নেতা দীপক সরকার প্রয়াত, তাঁর সাংগঠনিক দক্ষতাতেই জঙ্গলমহল হয়ে ওঠে লালদুর্গ
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার বাড়িতেই দীপকবাবু শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশকিছু মাস ধরেই তিনি বয়সজনিত কারণে ভুগছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তাঁর বাড়ি থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় প্যারা মেডিকেল, স্পোর্টস কমপ্লেক্সে হয়ে জেলার দলীয় কার্যালয়ে। সেখানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল নজরকাড়া। নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র সহ সিপিএমের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। পরে মেদিনীপুর শহরে শোকমিছিল হয়। পাশাপাশি এদিন মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ দান করা হয়।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, দীপকবাবু সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কঠিন সময়ে পার্টিকে নেতৃত্ব দিয়েছেন। ওঁর কথা চিরকাল মানুষ মনে রাখবেন। রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, উনি বহু দিন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর সঙ্গে মতবিরোধ ছিল, থাকবে। কিন্তু মেদিনীপুরের রাজনীতির ইতিহাসে তাঁর নাম সর্বদা থাকবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক তথা দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন দীপকবাবু। অল্প বয়স থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। ১৯৯২ সাল থেকে তিনি অখণ্ড মেদিনীপুর জেলার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দোর্দণ্ডপ্রতাপ এই নেতার সাংগঠনিক দক্ষতার জন্যই, একসময় জঙ্গলমহল ছিল সিপিএমের গড়। জানা যায়, রাজনীতিতে আসার আগে দীপকবাবু শিক্ষকতা করতেন। তিনি মেদিনীপুর কলেজে অধ্যাপনা করেছেন। কিন্তু ভালোবাসার টানে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ষাটের দশকে রাজনীতিতে যোগদান করলেও, আশির দশক থেকে তাঁর উত্থান শুরু হয়। তাঁর চেষ্টায় মেদিনীপুর মেডিকেল কলেজ, বিদ্যাসাগর ইনস্টিটিউট অব হেলথ (প্যারামেডিক্যাল কলেজ), মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমি (স্পোর্টস কমপ্লেক্স) গড়ে ওঠে। এক সিপিএম নেতার কথায়, ওঁর সাংগঠনিক দক্ষতা ছিল নজরকাড়া। ওঁর উত্তরসূরি আর তৈরি হয়নি। এরফলে উনি দায়িত্ব থেকে সরে যাওয়ার পর দিনে দিনে ভোট কমেছে বাম শিবিরের। এদিন বাম নেতার বাড়িতে যান বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। তিনি বলেন, ওঁকে নিয়ে নানা বিতর্ক আছে ঠিকই। কিন্তু ওঁর কিছু কাজের সুফল মানুষ পেয়েছেন। অনেক বড় মাপের নেতা ছিলেন। পরিবারের প্রতি সমবেদনা রইল।(প্রয়াত দীপক সরকারকে শ্রদ্ধা জানাচ্ছেন সিপিএমের নেতারা।-নিজস্ব চিত্র)