চাপড়ার সমবায়ের বিরুদ্ধে রাজ্যের ভিজিলেন্স দপ্তরে দায়ের অভিযোগ
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সমবায়ের জমি কেনায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাপড়া ধানতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে এই অনিয়ম হয়েছে বলে রাজ্যের দুর্নীতি দমন শাখায় অভিযোগ জমা পড়েছে ।
অভিযোগ, ২০১৯-২০ সালে পুর্ননগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি আড়াই বিঘা জমি কেনা হয় ওই সমবায়ের তরফে। অভিযোগ, সেই সময় তিন দফায় ওই জমি কেনা হয়। প্রতিবারই তৎকালীন বাজারদরের তুলনায় অনেক বেশি দামে সেই জমি কেনা হয়। তাতে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হয়েছে।
বিষয়টি নিয়ে সমবায়ের প্রশাসক জগদীশ মণ্ডল বলেন, দু’ তিন দফায় ওই জমি কেনা হয়েছিল। ওই জমি কিনতে কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু, ওই সময় আশেপাশের জমি বিক্রি হয়েছে তার দাম অনেক কম ছিল। ইচ্ছে করে বেশি টাকায় ওই জমি কেনা হয়েছে। আর সব মিলিয়ে ওই সমবায় সমিতির তহবিল থেকে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। আমরা সমস্ত কাগজপত্র সহ জেলা স্তরে অভিযোগ জানিয়েছিলাম। তদন্ত শুরু হয়েছিল। কিন্তু, তারপর সব ধামাচাপা পড়ে যায়। তাই বাধ্য হয়ে আমরা রাজ্য দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানাই।
রাজ্য ভিজিলেন্সে দায়ের হওয়া অভিযোগে জানানো হয়েছে, নদীয়া জেলা সমবায় আধিকারিক থেকে শুরু করে জেলাস্তরে একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু, কেউ বিরাট অঙ্কের অনিয়মের অভিযোগ নিয়ে পদক্ষেপ নেয়নি। তাই ভিজিল্যান্সের কাছে বিষয়টি তদন্ত করে দেখার আর্জি জানানো হয়েছে।
যদিও বিষয়টি নিয়ে নদীয়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হরপ্রসাদ হালদার বলেন, আমি বিষয়টি এই মুহূর্তে মনে করতে পারছি না। প্রশাসনিক কাজে কলকাতায় রয়েছি। তবে বিষয়টি আমি খতিয়ে দেখব। আর্থিক নয়ছয় হয়েছিল কি না বা কী অভিযোগ ছিল, তা দেখা হবে।