কল্যাণীর এফসিআই গুদামকে ‘মডেল’ হিসেবে গড়ে তুলতে উদ্যোগী খাদ্যমন্ত্রক
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কল্যাণীতে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) গুদামকে দেশের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে চাইছে খাদ্যমন্ত্রক। মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া মঙ্গলবার কল্যাণীর এফসিআই গুদাম পরিদর্শনে গিয়ে এই কথা জানিয়েছেন। কল্যাণীর এই গুদামে বর্তমানে মোট ১ লক্ষ ৪০ হাজার টন খাদ্যশস্য মজুত রাখার ব্যবস্থা আছে। এত বেশি খাদ্যশস্য মজুত রাখার ব্যবস্থা আর কোথাও নেই। গণবণ্টন ব্যবস্থা পরিচালনা ও খাদ্যশস্যা কেনা নিয়ে বৈঠক করতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় খাদ্যসচিব। খাদ্যদপ্তর, এফসিআই, সেন্ট্রাল ওয়ারহাউজিং কর্পোরেশনের শীর্ষ আধিকারিকরা সোমবারের বৈঠকে ছিলেন। এই সফরে এফসিআই এবং সেন্ট্রাল ওয়ারহাউজিংয়ের কয়েকটি গুদাম পরিদর্শন করেছেন কেন্দ্রীয় সচিব। কয়েকটি জায়গায় খাদ্যশস্য সংরক্ষণের ব্যবস্থায় খামতি থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে খবর। বৈঠকে রাজ্যের তরফে বকেয়া মেটানোর প্রসঙ্গ তোলা হয়। রেশন দোকানগুলির আয় বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা দ্রুত কার্যকর করার কথা বলেন কেন্দ্রীয় সচিব। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকার কেউই ডিলারদের কমিশন বাড়াতে চাইছে না। উভয় সরকারকেই এনিয়ে উদ্যোগী হতে হবে।’