বিদ্যুৎ উন্নয়ন নিগমের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়তে চলেছে। এ ব্যাপারে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সংস্থা, শ্রমিক ইউনিয়ন এবং শ্রমদপ্তরের মধ্যে। জানা গিয়েছে, বেতন সংক্রান্ত চুক্তিপত্রের মেয়াদ গত ২০২৩ সালে শেষ হয়ে যায়। এরপর নতুন করে কোনও চুক্তি হয়নি। মঙ্গলবার নতুন যে চুক্তি হয়েছে, তা প্রযোজ্য হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ নয়া চুক্তি অনুযায়ী কর্মীরা গত এক বছর ন’মাসের বকেয়া পাবেন এবং চুক্তি বলবৎ থাকবে আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। নয়া চুক্তির ফলে প্রায় পাঁচ হাজার শ্রমিকের গড়ে তিন হাজার টাকা করে মাসিক বেতন বাড়ার কথা।