• রাজ্যে রেড কর্নার সহ যাবতীয় নোটিশ এবার ডিজিটাল
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্টারপোলে রেড কর্নারসহ বিভিন্ন নোটিশ ইশ্যু করার জন্য  আর কাগজকলম নয়। অনলাইন পোর্টালেই অপরাধীদের যাবতীয় নথি দিয়ে কী ধরনের নোটিস ইশ্যু হবে, তা অন্তর্ভুক্ত করতে হবে। এই পোর্টালটি সরাসরি ইন্টারপোলের সঙ্গে সংযুক্ত রয়েছে। দীর্ঘ জটিলতার পর শেষপর্যন্ত এই পোর্টাল চালু হয়েছে রাজ্যে। ব্যাপারটি আর লালফিতের ফাঁসে আটকে থাকবে না। এই ব্যবস্থায় অপরাধীদের দ্রুত ট্র্যাক করা যাবে।

    বিভিন্ন মামলায় মূল অপরাধী বিদেশে পালিয়ে গেলে বা জঙ্গি গোষ্ঠীর কোনও মাথা অন্যদেশে বসে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাকে  ধরতে বিভিন্ন রাজ্যের পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে হয়। দেশে ইন্টারপোলের লিয়াজঁ সংস্থা হিসেবে রয়েছে সিবিআই। এতদিন পর্যন্ত  গোটা ব্যবস্থাটাই চলত কাগজেকলমে। কোনও অপরাধীর বিরুদ্ধে রেড কর্নারসহ বিভিন্ন নোটিস ইশ্যু করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির সমস্ত নথি সিবিআইয়ের কাছে পাঠাতে হতো। সঙ্গে থাকত আদালতের নির্দেশনামা। কাগজের ভিড়ে সেখান থেকে সমস্ত তথ্য যাচাই করতে কালঘাম ছুটত  কেন্দ্রীয় এজেন্সির। যাচাই পর্ব শেষ হওয়ার পর তারা আবার এই ডেটা আপলোড করার জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ করত। তাদের সংস্থায় থাকা অফিসাররা আবার সমস্ত তথ্য যাচাই ও  পরীক্ষার পর তা নোটিশ আকারে ওয়েবসাইটে প্রকাশ করতেন। 

    এতে গোটা প্রক্রিয়াটি অত্যন্ত ধীর হয়ে যেত। ওই কারণে অভিযুক্তকে ধরতে লেগে যেত অনেক সময়। সময় নষ্ট হওয়ায় অনেক ক্ষেত্রে আবার ধরাও যেত না। পুরো ব্যাপারটাই কাগজভিত্তিক হওয়ায় দেশের বিভিন্ন এজেন্সির জানতেও অনেকটা সময় চলে যেত। এই জটিলতা কাটাতেই, গত আগস্টে কেন্দ্রীয় সরকার ‘ভারত পোল’ নামে একটি পোর্টাল চালু করে। সেটি সরাসরি সংযুক্ত থাকবে ইন্টারপোলের সঙ্গে। এখানে রেড কর্নারসহ বিভিন্ন নোটিশ আপলোড করার নির্দেশ দেওয়া হয়। নতুন ব্যবস্থায় সিবিআইয়ের কাছে আর নথি পাঠানোর দরকার পড়বে না। পাশাপাশি ইন্টারপোলের কাছে আর তথ্য যাচাই করতে হবে না। দেশ-বিদেশের সব এজেন্সির কর্তারা সহজেই দেখে নিতে পারবেন বিভিন্ন অপরাধীর স্টেটাস কী রয়েছে। 

    প্রতিটি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়, এই পোর্টালে তাদের নাম তুলতে হবে। পলাতক অপরাধীর বিরুদ্ধে রেড কর্নারসহ বিভিন্ন নোটিস ইশ্যু করতে হবে এই পোর্টালের মাধ্যমেই। সেইমতো রাজ্য পুলিশের তরফে জেলাগুলির কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রথমে এই কাজ করতে সমস্যা হওয়ায় কিছুদিন পুরানো পদ্ধতিতে চলে। শীর্ষকর্তারা নির্দেশ দেন, ডিজিটাল পদ্ধতিতে সমস্ত তথ্য আপলোড করতেই হবে। এরপর যাবতীয় জটিলতা কাটিয়ে এই পোর্টালে অপরাধীদের নোটিশ আপলোড করার প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। এতে অপরাধীদের বিষয়ে তথ্য আদানপ্রদান হবে দ্রুততার সঙ্গে। পাশাপাশি অপরাধীর অবস্থান জেনে নিয়ে তাকে ধরার কাজটি আরও সহজ হবে বলেও মনে করছেন অফিসাররা।
  • Link to this news (বর্তমান)