নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সাড়া মেলেনি প্রশাসনের। আজ, বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আরামবাগ মহকুমায় বাস পরিষেবা বন্ধ হচ্ছে। সবকটি রুটেই বাস চলাচল করবে না বলে মালিক সংগঠনগুলি জানিয়েছে। এব্যাপারে হুগলি ইন্টার রিজিয়ন মালিক সমিতির সভাপতি মির্জা গোলাম মোস্তফা বলেন, বাস বন্ধের কথা আমরা আগেই ঘোষণা করেছি। বাসে বাসে স্টিকার লাগিয়ে যাত্রীদেরও তা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের তরফে আমাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। বুধবার সকাল থেকেই অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ থাকবে। মহকুমার সব কটি রুটেই বাস বন্ধ রাখা হবে।