• বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে নিয়ে গণশুনানি
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বারাণসী থেকে কলকাতা এক্সপ্রেসওয়ে যাবে হুগলির খানাকুলের ১ ও ২ ব্লকে চারটি পঞ্চায়েতের উপর দিয়ে। এই অংশের দৈর্ঘ্য হবে মোট ১৪ কিলোমিটার। মঙ্গলবার এই রাস্তা তৈরি নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে গণশুনানি হয় খানাকুল ২ বিডিও অফিসে। এদিন পরিবেশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেখানে ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, হুগলির অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) তামিম আলিভা, খানাকুল ২ এর বিডিও মহম্মদ জাকারিয়া, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধি ও অন্যান্যরা। উপস্থিত ছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্তারাও। বিডিও বলেন, রাস্তা তৈরির পরিবেশগত দিক নিয়ে এদিন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে গণশুনানি হয়। রাস্তা তৈরির সময়ে যাতে ধুলোর যন্ত্রণা ভোগ করতে না হয়, সেজন্য নিয়মিত জল ছড়ানো হবে। বাসিন্দাদের সে কথা জানানো হয়েছে। তার সঙ্গে যেসব গাছ কাটা পড়বে তার বিকল্প গাছ রোপণের কথাও জানানো হবে। পরবর্তী শুনানিতে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা হবে। ভারতমালা প্রকল্পের অধীনে বারাণসী থেকে কলকাতা এক্সপ্রেসওয়ে গড়ে উঠবে। ভিন রাজ্য থেকে ওই রাস্তা তৈরি হয়ে আসবে। রাজ্যেরও বিভিন্ন জেলা দিয়ে এই রাস্তা যাবে। হুগলির খানাকুল ১ ও ২ ব্লকের একাংশ ছুঁয়ে রাস্তাটি ঢুকবে হাওড়া জেলায়। 
  • Link to this news (বর্তমান)