দিন দুয়েকের মধ্যে দেশ থেকেই বিদায় নেবে বর্ষা, দক্ষিণ ভারতে দ্বিতীয় দফার বৃষ্টি আসন্ন
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী দিন দুয়েকের মধ্যে দেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন মূলত দক্ষিণ ভারতেই রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেই দক্ষিণ ভারত ও লাগোয়া এলাকায় বছরের দ্বিতীয় পর্বের বর্ষাকাল শুরু হয়। দেশের এই অংশে শীতকালের প্রথমার্ধ পর্যন্ত উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। দক্ষিণ ভারতে পুবালি ও উত্তর পুবালি বাতাস সক্রিয় হওয়ার জন্য দ্বিতীয় দফার বৃষ্টি হয়। উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতে পড়ে না। তবে পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে পুবালি বাতাস সক্রিয় হলে বর্ষা বিদায়ের পরেও রাজ্যে কিছুটা বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিম হিমালয় এলাকার উপর দিয়ে যাওয়া পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে রাজ্যে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত অন্তত দিনসাতেক বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া চলবে রাজ্যের সব জেলাতেই। এরকমই পূর্বাভাস দেওয়া হয়েছে।
এখন চিন্তা শুধু ঘূর্ণিঝড় নিয়ে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে কোনও ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে না সেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে তাদের দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়ে দিয়েছে। এই সময়ে দুটি নিম্নচাপ আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হবে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি আরব সাগরের দিকে সরে গিয়ে ১৯ তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হবে। এর পরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। দুটি নিম্নচাপের প্রভাব পড়বে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের কিছু এলাকায়। অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হবে কি না বা হলেও তার গতিপ্রকৃতি কী থাকবে তার ইঙ্গিত দিন দুয়েকের মধ্যে আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাস থেকে পাওয়া যাবে। এইসময়ে বঙ্গোপসাগর বা লাগোয়া আন্দমান সাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হলে সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে।