ভুল চিকিৎসায় অকেজো শিশুর হাত, ৩ লক্ষ জরিমানা ও তদন্তের নির্দেশ
বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ : ভুল চিকিৎসার জন্য কাকদ্বীপের একটি নার্সিংহোমকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। এছাড়াও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১২ জানুয়ারি কাকদ্বীপের শিবকালীনগর কামারপাড়ার বাসিন্দা পাঁচ বছরের সুমি মণ্ডল (নাম পরিবর্তিত) বাড়িতে পড়ে গিয়েছিল। তার বাঁ হাতে চোট লাগে। তৎক্ষণাৎ পরিবারের লোকজন তাকে গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি আবার আহত সুমিকে কাকদ্বীপের একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে নার্সিংহোমের চিকিৎসক ওই শিশুর হাতে প্লাস্টার করে দেন। তবে দুদিন পর হাতটি ফুলে যায়। শিশুটি আরও ব্যথা অনুভব করতে থাকে। পরিবার শিশুকে আবার ওই নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তার হাতের প্লাস্টার কেটে দেন। সেই সময় দেখা যায়, হাতে পচন ধরেছে। এরপরই তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও চিকিৎসা করা যায়নি। শেষ পর্যন্ত সুমিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরপর তিনটি অস্ত্রোপচার করা হয়। বর্তমান তার হাতটি বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু বাঁ হাতটি প্রায় অকেজো হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে শিশুর পরিবার রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়। অভিযোগ পাওয়ার পরই কমিশনের পক্ষ থেকে জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই নার্সিংহোমকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। তবে ওই নার্সিংহোমের মালিকানার এক অংশীদার পুলকেশ তিওয়ারি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। বর্তমান আমি ওই নার্সিংহোমের মালিকানা ছেড়ে দিয়েছি।’ অন্যদিকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত সুকুল বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’