• আরামবাগের সব রুটে আজ বাস বন্ধ, চিন্তায় যাত্রীরা
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সাড়া মেলেনি প্রশাসনের। আজ, বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আরামবাগ মহকুমায় বাস পরিষেবা বন্ধ হচ্ছে। সবকটি রুটেই বাস চলাচল করবে না বলে মালিক সংগঠনগুলি জানিয়েছে। এব্যাপারে হুগলি ইন্টার রিজিয়ন মালিক সমিতির সভাপতি মির্জা গোলাম মোস্তফা বলেন, বাস বন্ধের কথা আমরা আগেই ঘোষণা করেছি। বাসে বাসে স্টিকার লাগিয়ে যাত্রীদেরও তা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের তরফে আমাদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। বুধবার সকাল থেকেই অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ থাকবে। মহকুমার সব কটি রুটেই বাস বন্ধ রাখা হবে।

    উল্লেখ্য, আরামবাগ মহকুমা এলাকায় কয়েকশো বাস চলাচল করে। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, হাওড়া প্রভৃতি জেলায় সরাসরি কয়েকশো বাস চলে। নিত্যদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। আরামবাগে প্রশাসনিক ভবন, বাজার সহ মেডিকেল কলেজ রয়েছে। ফলে নিত্যদিন হাসপাতালেও বহু রোগী আরামবাগ যাতায়াত করেন। কিন্তু, গত দু’মাস আগে আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে গিয়ে বিপত্তি বাধে। বন্ধ হয়ে যায় বাস চলাচল। ভারী যান চলাচল বন্ধের জন্য সেতুর দু’পাশে হাইট বার বসানো হয়। তার জেরে সেতু দিয়ে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে কাটা সার্ভিস চলছিল। কালীপুরে তৈরি হয় অস্থায়ী বাসস্ট্যান্ড। বাস মালিক সংগঠনের দাবি, সেতুতে কাজ ঢিমে তালে চলছে। কাটা সার্ভিসের জেরে বাস মালিকরা ক্ষতির মুখে পড়ছেন। তাই হাইট বারের উচ্চতা বৃদ্ধি করে বাস চালানোর ছাড়পত্র দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দেয় মালিক সংগঠন। কিন্তু, প্রশাসনের তরফে এব্যাপারে কোনও রকম আলোচনা হয়নি। তাই আজ, বুধবার থেকে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সংগঠন। বাস বন্ধের জেরে ব্যাপক দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রীরা। এক যাত্রী মলয় বাগ বলেন, বাস বন্ধ হলে আমরা যারা প্রতিদিন যাতায়াত করি খুবই সমস্যায় পড়ব। টাকা ও সময় বেশি খরচ হবে। প্রশাসনের দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত। পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, হাইটবারের উচ্চতা নির্ধারণ করেছে রাজ্য। তাই উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের হাতেই রয়েছে।
  • Link to this news (বর্তমান)