• বেশি লাভের ফাঁদ, ২৯ লক্ষ টাকা খোয়ালেন ২ মহিলা
    বর্তমান | ১৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাড়িতে বসে শেয়ার বাজারে ট্রেডিং-এর ব্যবস্থা। সেখানে বেশি লাভ বা ‘রিটার্নের’ টোপ। সেই ফাঁদে পা দিয়ে ২৯ লক্ষ টাকা খোয়ালেন দুই মহিলা। তাঁদের মধ্যে সল্টলেকের এক মহিলা ১৪ লক্ষ এবং রাজারহাটের এক মহিলা খুইয়েছেন ১৫ লক্ষ টাকা। দু’জনেই সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা সল্টলেকের ওই মহিলাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করেছিল। তারপর তাঁকে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে। মহিলা ধীরে ধীরে ১৪ লক্ষ টাকা বিনিয়োগও করেন। কিন্তু, কোনও রিটার্ন পাননি। এমনকী, বিনিয়োগ করা অর্থও ফিরে পাননি। তখনই বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার। অন্যদিকে, প্রতারকরা রাজারহাটের মহিলাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেছিলেন। প্রথমে তাঁকে কিছু অনলাইন টাস্ক দেওয়া হয়। তারপরই প্রতারকরা বিনিয়োগের প্রস্তাব দেয়। মহিলা রাজি হয়ে ধীরে ধীরে বিনিয়োগ শুরু করেন। তিনি কয়েক দফায় মোট ১৪ লক্ষ ৯৯ হাজার অর্থাৎ, প্রায় ১৫ লক্ষ টাকা দিয়েও ফেলেন। কিন্তু তিনিও লাভ দূরে থাক, কোনও টাকাই ফেরত পাননি। এদিকে পুলিশ বারবারই পরামর্শ দিচ্ছে, যে কোনও ধরনের বিনিয়োগের আগে সব বিষয় ভালো করে যাচাই করুন। টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিনিয়োগের প্রস্তাব পেলে বিশেষ সতর্ক থাকতে হবে। 
  • Link to this news (বর্তমান)