• সিঙ্গুরের জমি ফেরত মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের বড় জয়
    দৈনিক স্টেটসম্যান | ১৫ অক্টোবর ২০২৫
  • সিঙ্গুরের জমি ফেরতের মামলায় দীর্ঘ লড়াইয়ের পর সুপ্রিম কোর্টে বড় জয় পেল রাজ্য। ২০১৬ সালে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল, সেটি দীর্ঘদিন আদালতের বিভিন্ন পর্যায় পেরিয়ে অবশেষে সুপ্রিম কোর্টে পৌঁছায়। সেই মামলায় সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যাঁরা ইতিমধ্যেই ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে জমি ফেরতের নির্দেশ প্রযোজ্য নয়।

    ঘটনার শুরু হয়েছিল বাম সরকারের আমলে। টাটাদের কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়েছিল। সেই অধিগ্রহণের মধ্যে ছিল মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের ২৮ বিঘা জমি ও কারখানা। জমি ও কারখানার বিনিময়ে সরকার ১৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছিল। তবে প্রকল্প বাস্তবায়িত হয়নি এবং টাটা সিঙ্গুরের জমি ছেড়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে আদালত জমিহারাদের জমি ফেরতের নির্দেশ দেয়।

    ২০১৬ সালের রায়কে ভিত্তি করে ওই সংস্থা নিজেদের ২৮ বিঘা জমি ফেরতের চেষ্টা করে আসছিল। রাজ্য দাবি জানায়, এটি অযৌক্তিক এবং যাঁরা ক্ষতিপূরণ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই রায় প্রযোজ্য নয়। সোমবার সুপ্রিম কোর্ট সেই যুক্তি মেনে নিয়েছে।

    আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায় রাজ্যের জন্য বড় সাফল্য। কারণ এটি ভবিষ্যতে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিরোধ নিরসনে একটি নীতি স্থাপন করবে। দীর্ঘ আদালতযাত্রার পর রাজ্যের জয়ের ফলে মামলাটি নতুন দিশা দিয়েছে এবং অনুরূপ মামলার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)