• শহরে জল জমার পিছনে ভিলেন বস্তির নিকাশি? খতিয়ে দেখতে ডিজিটাল ম্যাপ বানাচ্ছে পুরসভা
    এই সময় | ১৫ অক্টোবর ২০২৫
  • এই সময়: মহানগরের বস্তি এলাকায় নিকাশি ব্যবস্থার ডিজিটাল মানচিত্র তৈরি করছে কলকাতা পুরসভা। শহরে সাত হাজার বস্তি থাকলেও তার নিকাশি সংক্রান্ত পূর্ণাঙ্গ চিত্র পুরসভার কাছে নেই। তাই এই উদ্যোগ। মানচিত্র তৈরির কাজ শেষের পথে বলেও সূত্রের খবর।

    এ বছরের বৃষ্টিতে বালিগঞ্জ সার্কুলার রোড, ম্যান্ডেভিলা গার্ডেন্স, যোধপুর পার্ক, লেক গার্ডেন্স, আলিপুরের মতো অভিজাত এলাকা জলবন্দি হয়ে পড়ে। পুরকর্তারা প্রথমে বলেন, অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টির ফলেই জল জমে। কিন্তু এই ব্যাখ্যা নিয়ে পুরসভার অন্দরেই প্রশ্ন ওঠে। সেই সূত্রেই উঠে আসে আশপাশের বস্তি এলাকা ও সেখানকার নিকাশির প্রসঙ্গ।

    পুরসভা সূত্রে খবর, বস্তিগুলির কোনও দিকে মোটা নর্দমা রয়েছে, কোনও দিকে সরু। অনেক জায়গাতেই এই নর্দমাগুলির সঙ্গে বস্তির ভিতরের জল নিকাশি–পথের সংযোগে ত্রুটি রয়েছে। কোথাও আবার স্থানীয় কোনও পুকুরের সঙ্গে যুক্ত রাখা হয়েছে নিকাশির ব্যবস্থা। গোটা ব্যবস্থায় পরিকল্পনার অভাব স্পষ্ট। তার উপরে বর্জ্য, প্লাস্টিক জমে কার্যত রুদ্ধ নিকাশির পথ। ফলে বেশি বৃষ্টি হলে অনেক বস্তি থেকে জল বেরোতে পারে না। যার জেরে বস্তির বাসিন্দাদের পাশাপাশি নাকাল হতে হয় অভিজাত পাড়ার আবাসিকদেরও।

    বিভাগের একাধিক আধিকারিকের বক্তব্য, ‘প্রতিটি বস্তির নিকাশি সংক্রান্ত পূর্ণাঙ্গ মানচিত্র না থাকলে সমস্যার মোকাবিলা করা কঠিন। কারণ এক একটির ক্ষেত্রে এক এক রকম সমস্যা।’ বিভাগের মেয়র পারিষদ তারক সিং বলেন, ‘ডিজিটাল মানচিত্র হলে বস্তিগুলির পরিস্থিতি সহজেই মালুম হবে। জল জমার সমস্যা সমাধানেও সুবিধে হবে।’

  • Link to this news (এই সময়)