• রাজ্যে বেড়েছে অপহরণ, নিশানায় বেশি মহিলারাই
    আনন্দবাজার | ১৫ অক্টোবর ২০২৫
  • রাজ্যে বেড়েছে অপহরণের সংখ্যা। নথিভুক্ত এই অপরাধের ক্ষেত্রে মহিলাদের অপহরণ পুরুষদের তুলনায় প্রায় পাঁচগুণ। সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র ২০২৩ সালের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ২০২৩-এ রাজ্যে শুধু মাত্র মহিলাদের ওপর এই অপরাধের সংখ্যা ৬,৯২০টি। পুরুষের সংখ্যা ১৫৯০। কলকাতা শহরে ২০২২ সালের তুলনায় এই অপরাধ কমলেও রাজ্যের ক্ষেত্রে তথ্য যথেষ্ট উদ্বেগজনক।

    ‘ক্রাইম ইন ইন্ডিয়া’-র ২০২৩ সালের তথ্য অনুযায়ী এক বছরে সারা দেশে ১,০৬,৫৮৪ টি অপহরণের অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নথিভুক্ত এই অপরাধের সংখ্যা ৮,২৩৩টি। ২০২২ সালে রাজ্য এই অপরাধের সংখ্যা ছিল ৮০৮৮টি। অর্থাৎ ২০২২-এর তুলনায় ২০২৩ সালে রাজ্যে অপহরণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৪৫টি। সদ্য প্রকাশিত এই রিপোর্টে দেখা গিয়েছে, অপহরণ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এক বছরে এই রাজ্যে ১৬,৬৬৩টি অপরাধ নথিভুক্ত হয়েছে। যা পশ্চিমবঙ্গের দ্বিগুণ। উত্তরপ্রদেশের পরেই এই অপরাধে রয়েছে বিহার এবং মহারাষ্ট্রের নাম। এই দুই রাজ্যে যথাক্রমে ১৪,৩৭১ এবং ১৩,১০৬টি অপরাধ হয়েছে। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী রাজ্যগুলির মধ্যে অপহরণ সংক্রান্ত সবথেকে কম অপরাধ হয়েছে হয়েছে মিজোরামে। মাত্র পাঁচটি। তবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ধরলে দেখা যাবে মিজ়োরামের থেকে এগিয়ে লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত এই অঞ্চলে ২০২২ সালের মতো ২০২৩ সালেও একটিও এই ধরনের অপরাধ নথিভুক্ত হয়নি।

    সদ্য প্রকাশিত এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী টানা চতুর্থবার দেশের মধ্যে নিরাপদতম শহরের তকমা পেয়েছে কলকাতা। অপহরণের খতিয়ানে রাজ্যের তথ্য অস্বস্তি বাড়ালেও এখানেও স্বস্তি দিচ্ছে শহর কলকাতা। অপহরণ সংক্রান্ত অপরাধ রাজ্যে বাড়লেও তার প্রভাব কলকাতায় পড়েনি। বরং এই অপরাধ কলকাতায় কমেছে। ২০ লক্ষের বেশি বাসিন্দা আছে দেশের এমন ১৯টি শহরকে নিয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এনসিআরবি-র সেই রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে কলকাতায় এই অপহরণের ঘটনা ঘটেছে ২৮১টি। ২০২২-এ কলকাতায় এই অপরাধের সংখ্যা ছিল ৪৫২। ২০২১ সালে ছিল ৩৪৬। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কলকাতায় উল্লেখযোগ্য ভাবে বাড়লেও তা এক বছরেই কমানো গিয়েছে। তবে গোটা দেশে শহরগুলির মধ্যে অপহরণে শীর্ষে রয়েছে দিল্লি। ২০২২-এর তুলনায় ২০২৩ সালে রাজধানীতে অপহরণের ঘটনা বেড়েছে। জানা গিয়েছে, ২০২২-এ দিল্লিতে ৫৫৮৫টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। ২০২৩ এ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৮১। দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। এখানে নথিভুক্ত এই অপরাধের সংখ্যা ১৭৯৮। পাশাপাশি দেশের শহরগুলির মধ্যে সবথেকে কম অপহরণের অপরাধ নথিভুক্ত হয়েছে কেরলের কোচি এবং তামিলনাড়ুর কোয়ম্বত্তূর। দক্ষিণের দু’টি শহরে নথিভুক্ত এইঅপরাধের সংখ্যা ১৬।
  • Link to this news (আনন্দবাজার)