• ডেঙ্গি প্রতিরোধের সমীক্ষায় মঞ্জুর ২৬ কোটি টাকা
    আনন্দবাজার | ১৫ অক্টোবর ২০২৫
  • রাজ্যে ডেঙ্গি মোকাবিলায় প্রতিটি শহর ও শহরতলিতে সমীক্ষার কাজ শুরু করেছে রাজ্য নগরোন্নয়ন দফতর। সেই কাজে প্রায় ৯২ কোটি টাকা খরচের কথা জানিয়েছিল ‘স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি’ (সুডা)। তাতে প্রায় ২৬ কোটি টাকা দিল স্বাস্থ্য দফতর। যদিও চলতি বছরে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার!

    গত মে মাস থেকে রাজ্যের প্রতিটি পুর এলাকায় ডেঙ্গি প্রতিরোধে বাড়ি-বাড়ি সমীক্ষার কাজ শুরু হয়েছে, যা চলবে ডিসেম্বর পর্যন্ত। বাড়ি-বাড়ি যাওয়ার জন্য ৩৭৭২০ জন কর্মী, ৪২৫১ জন সুপারভাইজ়ার এবং ৮৯০ জন ডেটা এন্ট্রি অপারেটর অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত করেছে সুডা। সূত্রের খবর, প্রকল্পটির জন্য ৯১ কোটি ৬২ লক্ষ ৫৪ হাজার টাকা স্বাস্থ্য দফতরের থেকে চেয়েছিল সুডা। তাতে গত ১ সেপ্টেম্বর ১১ কোটি ৯১ লক্ষ ১১ হাজার ১৩০ টাকা এবং সম্প্রতি আরও ১৪ কোটি ৩৪ লক্ষ ২২ হাজার ৫২৪ টাকা দিয়েছে স্বাস্থ্য দফতর। সেই টাকা ২০২৫-’২৬ আর্থিক বর্ষে বাড়ি বাড়ি সমীক্ষায় যুক্তদের সাম্মানিক দিতে ব্যবহার করবে সুডা।

    স্বাস্থ্য দফতর সূত্রের খবর, উৎসবের মরসুমে রাজ্যে প্রায় ৩০০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ৪ সেপ্টেম্বর রাজ্যে মোট আক্রান্ত ছিল ৬৩৯২ জন। গত ৩ অক্টোবর পর্যন্ত তা বেড়ে হয়েছে ৯৪০০। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, হুগলি, মালদহ, কলকাতা ও হাওড়ায় আক্রান্ত বাড়ছে। মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার পেরিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)