ডেটিং অ্যাপে পরিচয়ের পরে পিন জেনে টাকা আদায়, গ্রেফতার দুই
আনন্দবাজার | ১৫ অক্টোবর ২০২৫
আলাপ ডেটিং অ্যাপের মাধ্যমে। তার পরে এক যুবককে ডেকে এনে তাঁকে আটকে রেখে, জোর করে পিন জেনে এটিএম থেকে টাকা তোলার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার জানিয়েছে, ধৃতদের নাম তানজিল খান এবং মহম্মদ আমন। দু’জনের বাড়ি কড়েয়া এলাকায়। তাদের সোমবার গ্রেফতার করেছে কড়েয়া থানার পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ধৃতদের জেরা করে ওই টাকা উদ্ধারের চেষ্টা করছে। সমকামীদের জন্য তৈরি ওই ডেটিং অ্যাপে আলাপের পরে ডেকে এনে টাকা লুটের ঘটনা এর আগে বালিগঞ্জ-সহ একাধিক থানা এলাকায় ঘটেছে। পর পর একই কায়দায় এমন অপরাধের ঘটনায় চিন্তিত লালবাজারের কর্তারা। কড়েয়ার ঘটনার ধৃতেরা কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, কড়েয়া থানায় অভিযোগকারী যুবকের সঙ্গে ওই অ্যাপে আলাপ হয় অভিযুক্তদের। শনিবার পার্ক সার্কাস চার নম্বর সেতুর কাছে তাঁরা দেখা করবেন বলে ঠিক হয়। ওই দিন অভিযোগকারী সেখানে গেলে অভিযুক্তেরা তাঁর কাছে টাকা চায় বলে অভিযোগ। কিন্তু অভিযোগকারীর কাছে টাকা না থাকায় প্রথমে তাঁর কাছে থাকা ঘড়ি নিয়ে নেওয়া হয়। এক পুলিশকর্তা জানান, এর পর অভিযুক্তেরা অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে কিনা, তা জানার জন্য তাঁর কাছ থেকে এটিএম কার্ডের পিন জেনে নেয়। অভিযোগ, এর পরে কয়েকটি এটিএম ঘুরে লেডিজ় পার্ক এলাকার একটি এটিএম থেকে জোর করে কয়েক হাজার টাকা তুলে নেয় অভিযুক্তেরা।
সূত্রের খবর, অভিযোগকারী প্রথমে ওই অ্যাপের কথা না জানালেও তদন্তে উঠে আসে বিষয়টি। তদন্তকারীদের দাবি, ধৃতেরা অ্যাপে প্রোফাইল খুলে অভিযোগকারীর সঙ্গে আলাপ জমিয়েছিল। মূলত সামাজিক ভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে, সেই ভয় দেখিয়েই টাকা আদায় করতে চেয়েছিল অভিযুক্তেরা।
পুলিশ জানিয়েছে, এই ধরনের অ্যাপে আলাপ জমিয়ে তার পরে সামাজিক হেনস্থার ভয় দেখিয়ে টাকা হাতানো নতুন ধরনের অপরাধ হিসাবে উঠে আসছে। যাতে পা দিচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পুলিশ তরফে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।