অভিষেকের ‘সই’ করা চিঠি দেখিয়ে তোলাবাজি! গ্রেফতার ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাসচন্দ্র
আনন্দবাজার | ১৫ অক্টোবর ২০২৫
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সই’ থাকা ‘নকল চিঠি’ দিয়ে প্রচার এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর বিভাসচন্দ্র ঘোষ। মঙ্গলবার ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পাকড়াও করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি চিঠি ঘুরে বেড়াচ্ছিল। জানা যায়, চিঠিটি ভুয়ো। ওই চিঠিটি সমাজমাধ্যমে ছড়িয়ে নিজের ক্ষমতা জাহির করছিলেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। বিভিন্ন লোকজনের কাছেও টাকাও চান বলে অভিযোগ। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর প্যাডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সই করা চিঠিটি পুলিশের নজরেও আসে। তাতে লেখা ছিল বিভাসকে একটি পদে বসানো হচ্ছে। এর মধ্যে পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কয়েক জন অভিযোগ জানান ঘাটাল থানায়। তাঁদের অনুযোগ, লক্ষাধিক টাকা তোলা তুলেছেন বিভাস। এর পরেই ওই কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বিভাসকে। তার পর মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতকে ঘাটাল আদালতে হাজির করানো হবে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, কাউন্সিলরের গ্রেফতারিতে অস্বস্তিতে জেলা তৃণমূল। ওই দলের ঘাটাল জেলা সংগঠনের সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘উনি (বিভাস) কোনও খারাপ চক্রে পড়েছেন। দলের সর্বোচ্চ নেতৃত্বের চিঠি জালিয়াতি করতে পারেন না। চিঠি নিয়ে এই ভাবে কাজ যদি উনি করে থাকেন, তা হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। দল যদি কোনও পদে কাউকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিত তা হলে সেই খবর জেলা নেতৃত্বের কাছেও আসত।’’