রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে চলতি সপ্তাহে জেনেভা যেতে পারেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। সব ঠিক থাকলে আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দেওয়ার কথা তাঁর। তবে তার আগে, অসুস্থতার জন্য ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরেই জ্বর-সহ নানা অসুস্থতায় ভুগছিলেন শমীক। বিদেশ সফরের আগে কোনও রকম ঝুঁকি না-নিতে শমীককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর করতে মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ দলের অন্য নেতৃত্ব।