• ‘আপনি আচরি ধর্ম...’, রাজ্য সরকারের বিপর্যয় ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অর্থসাহায্য দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
    আনন্দবাজার | ১৫ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে সাম্প্রতিক বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অর্থসাহায্য দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে সে কথা জানিয়ে সরকারের ‘দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ’ (ডব্লিউবিএসএমডিএ)-এর পাশে দাঁড়ানোর জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন তিনি। পাশাপাশি, তাৎপর্যপূর্ণ ভাবে সাম্প্রতিক বিপর্যয়কে ‘মনুষ্যসৃষ্ট’ (ম্যান মেড) বলে চিহ্নিত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    সমাজমাধ্যমে অভিষেক লিখেছেন, ‘‘অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসের ফলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির কিছু অংশ ধ্বংস হয়ে গিয়েছে। যার ফলে জনজীবন প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছে এবং জীবন, জীবিকা ও সম্পত্তির প্রচণ্ড ক্ষতি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে, রাজ্য সরকার সকলের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডব্লিউবিএসএমডিএ) তহবিলে অনুদান দেওয়ার জন্য আবেদন জানিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রচেষ্টায় সহায়তা করা যায়। আমার রাজ্যের জনগণের সাথে সংহতি প্রকাশ করে, আমি ডব্লিউবিএসএমডিএ এক লক্ষ টাকা অনুদান দিয়েছি।’’

    এর পরেই উত্তরবঙ্গের সাম্প্রতিক বিপর্যয়ের নেপথ্য ‘মানুষের ভূমিকা’র কথা তুলেছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘‘এই কঠিন সময়ে, সহৃদয়তার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আমি সকলকে এগিয়ে আসার এবং এই মনুষ্যসৃষ্ট বিপর্যয়ে যাঁরা এত কিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য উদার ভাবে অবদান রাখতে আবেদন করছি।’’ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের ত্রাণ তহবিলে অর্থসাহায্য কী পদ্ধতিতে করতে হবে, সে সংক্রান্ত তথ্যও ওই পোস্টে দিয়েছেন তিনি।
  • Link to this news (আনন্দবাজার)