• বন্দুকের ভুয়ো লাইসেন্স, গ্রেফতার আরও এক
    আনন্দবাজার | ১৫ অক্টোবর ২০২৫
  • ভুয়ো লাইসেন্স ব্যবহার করে শহরের এক নামী সোনার গয়নার বিপণিতে অস্ত্র নিয়ে নিরাপত্তারক্ষীর কাজ করার অভিযোগে বিহার থেকে আরও এক জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হীরামণি সিংহ। বিহারের রোহতাসে তাঁর বাড়ি থেকেই সোমবার হীরামণিকে গ্রেফতার করেন এসটিএফের গোয়েন্দারা। ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে মঙ্গলবার কলকাতায় নিয়ে আসা হয়। এ দিন ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই নিয়ে ওই মামলায় মোট পাঁচ জনকে গ্রেফতার করলেন গোয়েন্দারা।

    পুলিশ সূত্রের খবর, গত জুলাই মাসে ওই বিপণির তরফে পুলিশে অভিযোগ করা হয়, তাদের সংস্থার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের কাছে বন্দুক থাকলেও তা ব্যবহার করার লাইসেন্স নেই। এর পরেই পুলিশ তল্লাশি চালিয়ে তিন রক্ষীকে গ্রেফতার করে এবং ১৪টি লাইসেন্সহীন দোনলা বন্দুক বাজেয়াপ্ত করে। পরে গ্রেফতার হয় আরও এক জন। ধৃতদের কাছ থেকে পুলিশ কিছু ভুয়ো লাইসেন্স উদ্ধার করে। যা দেওয়া হয়েছিল বর্ধমানের জেলাশাসকের তরফে। তদন্তকারীদের দাবি, খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, ওই লাইসেন্স জেলাশাসকের তরফে দেওয়া হয়নি। এক তদন্তকারী জানান, জেরায় উঠে আসে, ওই ভুয়ো লাইসেন্স বানিয়ে দেওয়া হয়েছিল বিহার থেকে। এর পরেই খোঁজ মেলে হীরামণির। যার কাজ ছিল ভুয়ো লাইসেন্স বানিয়ে তা আসল বলে চালিয়ে দেওয়া। হীরামণি ওই ভুয়ো লাইসেন্স কোথা থেকে জোগাড় করল, তার পিছনে কোনও চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে এসটিএফ।
  • Link to this news (আনন্দবাজার)