বর্ষা বিদায় নিলেও বৃষ্টি থামছে না, এই জেলাগুলিতে ফের বর্ষণের পূর্বাভাস, আগেভাগেই বড় আপডেট দিল হাওয়া অফিস ...
আজকাল | ১৫ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। শুষ্ক আবহাওয়ার দাপট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ভোরে হালকা শিরশিরানি ভাব। এসি চালানোর দিন শেষের মুখে। এর মাঝেই আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায়। যদিও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ভোগান্তির সম্ভাবনা নেই। একাধিক ঘূর্ণাবর্ত থাকলেও, বাংলায় আর দুর্ভোগ পোহাতে হবে না। কিন্তু আগামী কয়েকদিনে হালকা বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বর্তমানে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী সাতদিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
বর্ষা বিদায়ের সঙ্গেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোলবদল হয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরে ও সন্ধ্যায় হালকা শিরশিরানি অনুভূত হতে পারে। কয়েকটি জেলায় ভোরে কুয়াশার দাপট শুরু হতে পারে।
তবে এখনই শীতের আমেজ পাওয়া যাবে না। শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কালীপুজোতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা অতি ক্ষীণ। এবছর কালীপুজোয় দুর্গাপুজোর মতো বৃষ্টির পূর্বাভাস না থাকায়, স্বস্তি পাবেন উৎসব মুখর বাঙালি।
বাংলা জুড়েই শুরু শুষ্ক আবহাওয়ার দাপট। কোনও জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই আপাতত। একটানা ভোগান্তির পর যা খানিকটা স্বস্তি দিয়েছে সকলে। কিন্তু বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। এখনও বাংলার একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও তা ঘিরে কোনও সতর্কতা জারি হয়নি। হালকা বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেও পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত রয়েছে।
অন্যদিকে বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিনে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। হালকা শীত অনুভূত হবে ভোরে ও সন্ধ্যায়। তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আগামী সাতদিনে। দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।