আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় ধর্ষণের অভিযোগ। রবিবার সন্ধ্যায় গার্ডেনরিচ থানা এলাকায় এক নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বাবার অফিসে নাবালিকার একা থাকার সুযোগে তার উপর পাশবিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। নক্কারজনক এই ঘটনায় অভিযুক্ত পলাতক। তাঁকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় পকসো ধারায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা।
পুলিশ জানিয়েছে, রবিবার ভারতীয় দণ্ডবিধির ১২৭(২)/৭৫(২)/৩৫১(২) ধারা এবং পকসো আইনের ৮ নং ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বাবার সঙ্গে তাঁর কাজের জায়গায় গিয়েছিল ছোট্ট ফুটফুটে মেয়েটি। সেখানেই শৌচাগারে যায় সে। বেরিয়ে আসার পথে ফাঁকা জায়গা ও একা থাকার সুযোগে মেয়েটির উপর পাশবিক বাবার এক সহকর্মী অত্যাচার চালায় বলে অভিযোগ। এমনকী যৌন হেনস্থার কথা সকলকে জানালে পরিনাম ভাল হবে না বলেও হুমকি দেন।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইমতিয়াজ আলম, সে নির্যাতিতার বাবার অফিসের ম্যানেজার।
থানায় অভিযোগ দায়েরের পর থেকে পলাতক অভিযুক্ত ইমতিয়াজ আলম। নাবালিকাকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে, নয় বছরের মেয়েটি সুস্থ রয়েছে বলেই পুলিশ জানিয়েছে। এছাড়াও তারা জানায়, অপরাধীকে খুঁজে বের করে বিচারের মাধ্যেম দ্রুত শাস্তি দেওয়া হবে।
এদিকে দুর্গাপুরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে বলে খবর। হাসপাতালের রিপোর্টে উল্লেখ রয়েছে, নির্যাতিতার যৌনাঙ্গে ক্ষত রয়েছে। মেডিক্যাল রিপোর্টে ব্যাপক রক্তপাতেরও উল্লেখ করা হয়েছে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, ধর্ষণের কারণেই এই রক্তপাত, ক্ষত তৈরি হয়েছে। বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা।
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে উত্তাল বাংলা। ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ অভিযুক্ত হিসেবে ধরা পড়েছেন দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মী। এখনও পঞ্চম অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতা তাঁর অভিযোগপত্রে পাঁচ জনের নাম উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের প্রত্যেকেরই ডিএনএ পরীক্ষা করা হবে। একই সঙ্গে ঘটনার রাতে সঙ্গে থাকা আক্রান্ত তরুণীর এক সহপাঠীকেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারী কর্তারা জানিয়েছেন, নিরাপত্তার কারণেও সেই যুবককে এখনই আটক রাখা হচ্ছে। ওই তরুণীর বাবা-মা ইতিমধ্যেই ওড়িশা থেকে দুর্গাপুরে এসে হাসপাতালে মেয়ের পাশে রয়েছেন।